মনসুর আজিজ
আজ খুলে দাও বন্ধ মনের দ্বার
ছোট্ট পাখিটি কখনো যদি দোলা দেয় মনে দোলা
নতুন পালকে উড়বার নেশা বাতাসের বুক খোলা
বোশেখি বাতাসে নতুন শাখায় শিস দিতে সাধ জাগে
হামাগুড়ি দেয় ছোট্ট শিশুটি উপরে তাকিয়ে আগে।
কাগজের নাও ভাসায় কিশোর বোশেখি নতুন জোয়ারে
পাখনা ছড়ায় হাঁসের ছানারা জড়ো নয় আজ খোঁয়াড়ে
কিশোরীর কানে ঘাসফুল গেঁথে বকুলের মালা পরে
নকশি আঁকানো কলসীটা আনে নতুন পানিতে ভরে।
রূপালি মাছের ঘাই দেেেখ জাগে জেলেদের মনে আশা
ধানের ছড়ায় কৃষকের হাসি বুকভরা ভালোবাাসা
মেঘের ভেলায় ঈগলের ডানা দোল খায় মিঠে রোদে
স্বপ্নের বিভা আলোকিত হয় জীবনের নানা বোধে।
নববর্ষ আজ খুলে দিক যতো বন্ধ মনের দ্বার
অজেয়কে জয় করতেই হবে নয় জীবনের হার।