বিজয়ের ৪১ বছরের আনন্দ নিয়ে কবিরা একে একে আসতে লাগলো শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের চত্বরে। বিজয়ের পূর্বরাতে আকাশের নতুন চাঁদটিকে বিজয়ের চাঁদের মতোই মনে হলো। মনের ভিতর মুক্তিযুদ্ধ আর প্রতিবাদের পঙক্তিমালা। নারী-পুরুষ-শিশুদের মিলনমেলা স্টেডিয়াম চত্বরে । শুরু হলো কবিতাআড্ডা। আমাদের বিজয়ের নায়কদের স্মরণ করা হলো কবিতা-গান আর গল্পকথায়। কবিরা কেউ তাদের পকেট থেকে কেউবা বই থেকে বের করলো বিজয়ের কবিতা। রাইটার্স অব বাংলাদেশের সভাপতি কবি মনসুর আজিজের স্বাগত কথা আর শুভেচ্ছা বিনিময়ের পর ছড়াকার জগলুল হায়দারের সঞ্চালনে শুরু হলো কবিতা পাঠ।
বিজয়ের কবিতাপাঠে অংশ নেন কবি আতিক হেলাল, জগলুল হায়দার, জুলফিকার শাহাদাৎ, জামসেদ ওয়াজেদ, নাসির হেলাল, লিন্ডা আমিন, পারু পারভীন, জোবায়েদ সুমন, ক্যামেলিয়া আহমেদ, সাইফুল ইসলাম মনির, প্রদীপ ব্যানার্জী, রফিক লিটন, বোরহান মাসুদ, আরিফ বিশ্বাস, মতিয়ারা চৌধুরী মিনু, রেজা কারিম, মাহবুব লাভলু, সফি সুমন, স্মরণ প্রত্যয়, প্রহরী মনিরুজ্জামান, বেনজির শামীম, রওশন আখতার, শাহাঙ্গীর আলম, হাদী মনিরুজ্জামান, জাহিদুল ইসলাম সোহাগ, সাবেরা, মনসুর আজিজ প্রমুখ।