মনসুর আজিজ
শহীদের রক্তকণা
লাল রক্তের ভিতর নেচে ওঠে লাশবাহী নাও
শহীদের নিঃশ্বাসে ছুটে চলে অবিরাম
নাফ নদীর ঠোঁটে চুমু খেয়ে মেঘনায়,
পদ্মার বুক ছুঁয়ে ছুটে যায় সুরমায়
নাওয়ের মাস্তুলে উড়তে থাকে লাল সবুজের পতাকা
কাউনের ছড়ার মতো দুলতে থাকে মুক্তিযোদ্ধার নিঃশ্বাসে
গম্ভাবনা আগলে রাখে ধানের কিশোরী থোড়ের মতো
চল্লিশ বসন্তে প্রাজ্ঞ স্বদেশ আমার
আমের মুকুলে ঢাঁসা আমের সুঘ্রাণ ছড়ায় সারাদেশ জুড়ে
মাটির পরতে পরতে আজো জেগে আছে শহীদের রক্তকণা
পাথরকুচির মতো অগুনতি মুক্তিযোদ্ধা জেগে উঠবে সম্ভাবনার বাংলাদেশে
পরগাছার মতো উপড়ে দিতে দালালের দঙ্গল