মনসুর আজিজ
সার্কাস
জীবন সার্কাস এক বহুরূপী আলেয়ার খেলা
রক্তের সীমানা খোঁজে আদিরসে মহুয়ার গান
ফুর্তিতে নাচে চোখের পাতা অশ্রুতে ভাসিয়ে ভেলা
ঘর্ষণে দুঠোঁট কাঁপে মন তবু করে আনচান
প্রজাপতি ফুরফুরে ফুলে ফুলে রঙিন মাচান।
কীর্তনে নর্তকী শুধু পাপড়িতে মদিরায় মাতে
মাচা নড়ে আফসোসে চাঁদ হাসে প্রকৃতির রূপে
জোনাকির তামাশায় পাতাগুলো দোলখায় রাতে
শিশিরের ফোঁটা ঝরে জমা হয় পাপড়ির কূপে
ভোরের আলোর রেখা শিশিরের সাথে হাসে চুপে।
সার্কাসে নর্তকী ভাসে ঝলমলে চাঁদের ফেনায়
মাঝরাতে প্রজাপতি ফুল থেকে ফুলে দেয় পাড়ি
লোলুপ নগরপতি দরদামে তাজা ফুল চায়
টাকার পাহাড় জমা নর্তকীর হয় কাড়ি কাড়ি।
পার্শ্বচরিত্রের বলে কানাকড়ি আমিও তো নাড়ি।
জীবন সার্কাস এক আলেয়ার পিছে যায় চলে
পাপড়িরা ঝরে যায় ভেঙে যায় প্রজাপতি খেলা
নর্তকী কীর্তন শেষে এলোমেলো গান গায় টলে।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:২৫