সোমন্ত ঘুঙুর
মনসুর আজিজ
সোমন্ত ঘুঙুর নাচে হৃদয় উঠোনে সারারাত
কানপাতি দরজার নাভিমূলে ভীরু প্রজাপতি
ঘুঙুরের বাহুপাশে নিশাচর পাখি কুপোকাত
অগোচরে শুনে যাই কান পেতে রতিরই গতি
বেগানা পুরুষ আমি নিজ গৃহে ঘুঙুরের পতি।
রাহু গিলে ধীরে ধীরে অধরা পূর্ণিমা সোনাচাঁদ
চঞ্চল ঘুঙুর নাচে নটরাণী সুপটু মুদ্রাতে
গোছালো আঁধারগুলো কাশবনে পেতে যায় ফাঁদ
প্রজাপতি নেচে যায় ঘুঙুরের হাত রেখে হাতে
নাচঘরে রাতভর উন্মাদে উতলা হয়ে মাতে।
অস্থিরও প্রজাপতি মুখ গোঁজে ঘুঙুরের খাদে
তাল লয়ে নটরাণী সারাদেহে আগুন ছড়ায়
নেচে গেয়ে কামে-ঘামে একাকার মশগুল ছাদে
নাচের পোশাক খুলে প্রজাপতি ঘুঙুর জড়ায়
বর্ণিল পাখার শোভা ঘুঙুরের হৃদয় ভরায়।
হৃদয়ের কান্না শোনে না কেউ চৌকাঠে পেতে কান
প্রজাপতি খুঁজে খুঁজে বৃরেও ধ্যান ভাঙি আমি
সোমন্ত ঘুঙুর খুঁজে সারারাত চলে অভিযান।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:১১