আপনারা রাতে যারা গাড়ি চালান এবং হঠাৎ যদি দেখেন, আপনার সামনের কাঁচের ওপর কেউ ডিম ছুঁড়ে মেরেছে, দয়া করে গাড়ি থামিয়ে দেখতে যাবেন না কিংবা ওয়াইপার দিয়ে পরিস্কার করতে যাবেন না। পানি স্প্রে করে ওয়াইপার দিয়ে একদমই পরিস্কার করতে যাবেন না। কেননা ডিমমিশ্রিত পানি দিয়ে পরিস্কার করতে গেলে অনেকটা দুধের মতো ঘোলাটে হয়ে কাচের ওপর আটকে যায়। এতে সামনে কিছু দেখার সম্ভাবনা ৯২.৫% শতাংশ নষ্ট হয়ে যায়। ফলে সামনে রাস্তার পাশে আপনি গাড়ি থামাতে বাধ্য হবেন।
ফলাফল হলো যারা ছিনতাই করতে ডিম ছুঁড়ে মেরেছিলো, তাদের দলের লোক সামনে ওঁতপেতে বসে আছে। আপনার জীবননাশের হুমকি রয়েছে। এই টেকনিক কিছু গ্যাং শুরু করেছে। আপনার বন্ধু, আত্মীয়-স্বজন (এমনকি শত্রু) এবং বিশেষত আপনার ড্রাইভারকে জানিয়ে রাখুন যেনো এই ফাঁদে পা পড়ে এবং স্বার্থপরের মতো নিজে পড়ে চুপচাপ থাকবেন না, শেয়ার করুন, করি বা করে যেনো সকলেই জানতে পারে এবং সতর্ক হতে পারে।
জনস্বার্থে: একটি দূর্ঘটনা, সারা জীবনের কান্না।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:০৫