মহারাজ গোপালকে বললেন–তুমি সারা রাজ্য
খুঁজে আমাকে ৫ জন মূর্খ এনে দাও।
.
এক মাস পর গোপাল মাত্র দু’জনকে সঙ্গে
নিয়ে রাজসভায় ফিরে এলো।
.
মহারাজ বললেন—আমি তো তোমাকে ৫ জন
আনতে বলেছিলাম।
.
গোপাল বললো–এনেছি মহারাজ, দয়া করে
একে একে সবাইকে হাজির করার সুযোগ দিন।
.
একজনকে হাজির করে গোপাল বললো-মহারাজ এ হলো প্রথম মূর্খ। এ একটা গরুর
গাড়িতে ভারী একটা পোঁটলা নিজের মাথায়
রেখে বসেছিলো। জিজ্ঞেস করে উত্তর
পেলাম, গরুর ওপর বেশি চাপ পড়ে যাবে বলে
সে নিজের ভারী পোঁটলা মাথায় নিয়ে বসে
আছে।
.
গোপাল আরেকজনকে নির্দেশ করে
বললো–মহারাজ ইনি হলেন দ্বিতীয় মূর্খ। ইনি
নিজের ঘরের চালে গজিয়ে ওঠা ঘাস গরুকে খাওয়াবার জন্য মই দিয়ে গরুকে চালে উঠাবার চেষ্টা করছিলেন।
.
তারপর গোপাল বললো–মহারাজ, রাজ্যে
রয়েছে দুনিয়ার গুরুত্বপূর্ণ কাজ। এই বিশাল কাজ-কর্মের অনেকটাই আমাকে সামলাতে হয়। তবু দেখুন, আমি মূর্খ খোঁজার অজুহাতে একটা মাস নষ্ট করে দিলাম i এজন্য মহারাজ, এই রাজ্যের তৃতীয় মূর্খ হলাম আমি নিজেই।
.
গোপাল বলে চলেছে–মহারাজ, এই
রাজ্যের পুরো দায়িত্ব কিন্তু আপনার ওপর। আর
বিদ্যা-বুদ্ধিসম্পন্ন লোক দিয়েই কিন্তু রাজ্যের
কাজ সম্পন্ন হয়, মূর্খ আর নির্বুদ্ধিদের দিয়ে
কোনো কাজই হয় না i তবু আপনি মূর্খ খোঁজার
মতো একটা নিরর্থক কাজে আমাকে নিযুক্ত
করেছেন, সেই হিসেবে চতুর্থ মূর্খ
হচ্ছেন মহারাজ আপনি নিজে।
.
আর, দুনিয়ার সব কাম-কাজ ছেড়ে, লেখা-পড়া
ছেড়ে facebook-এ নিমগ্ন হয়ে পাঁচ নম্বর
মূর্খ কে, সেটা জানার জন্য যে এই পোস্টটা
পড়ছেন, আমার হিসেবে সে-ই পঞ্চম মূর্খ।
মহারাজ, আপনার কি মনে হয়?
.
মহারাজ বললেন–একদম latest.এটাকে সব
গ্রুপে পোস্ট করে দাও… অনেক মূর্খ
অপেক্ষা করছে। এতোক্ষণ পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৬