১। নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করবেন, অথচ শেখ মুজিব, তাজউদ্দীন আহমদ, মাওলানা ভাসানীর মতো ব্যক্তিত্বকে তুচ্ছতাচ্ছিল্য করবেন। আর আহাম্মকির চূড়ান্ত পর্যায়ের লক্ষণ হলো তাঁদের নামটি পর্যন্ত ঠিকমতো বানান করতে না পারা, বিশেষ করে তাজউদ্দীন আহমদের নামটি।
২। চায়ের স্টলের, সদরঘাটের কিংবা গুলিস্তানের ফুটপাতের ক্যানভাসারদের মতো দিনরাত দেশের সমস্যা নিয়ে ঘ্যান ঘ্যান করবেন, মাঝেসাঝে বালখিল্য সমাধান দিয়ে নিজেই নিজের বগল বাজাবেন।
৩। খোলা স্থানে মলত্যাগ করবেন, অথচ আশা করবেন সবাই চোখ ঢেকে রাখবে, নাকে কাপড় দিবে।
৪। মাঝে মাঝে ধর্মকে, বিশেষ করে ইসলামকে, ব্যক্তিগত, যা বানোয়াটও হতে পারে, নেতিবাচক অভিজ্ঞতায় সাধারণীকরণ করবেন, কারণ বিদেশে তিনি এ খাতে অভিবাসী জীবনযাপন করছেন।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৯