নিচের গাণিতিক বিষয়গুলো আমাদের দেশের স্কুল ও মাদ্রাসায় কোন শ্রেণিতে প্রথমবারের মতো পড়ানো হয়, কেউ জানাতে পারলে খুশি হবো।
১. পিথাগোরাসের উপপাদ্য
২. দ্বিঘাত সমীকরণের সমাধান
৩. কোণের রেডিয়ান একক
৪. ত্রিভুজের সদৃশতা
৫. ত্রিকোণমিতিক অনুপাত
৬. মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা
৭. সম্পাদ্য অঙ্কন
একটি গণিত গল্পগ্রন্থের বর্ণনায় সামঞ্জস্য রাখার জন্য তথ্যগুলো প্রয়োজন। জাতীয় শিক্ষাক্রমের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের গণিতের পাঠ্যবই খুঁজলে হয়তো তথ্যগুলো পাওয়া যাবে, তবু ব্লগে যদি এমন কেউ থাকেন যিনি বিষয়গুলো পড়েন বা পড়িয়ে থাকেন, তাহলে তাঁদের কাছ থেকে শুনলে আরও বেশি ভালো লাগবে, কারণ ব্যাপারটি হবে listening from the horse's mouth।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৩:২২