পরমাণুকে কেন বিশ্বাস করা যায় না?
— কারণ তারা সবকিছু বানায়।
একটি বৈদ্যুতিক বাতিকে সকেটে বসাতে কয়জন তত্ত্বীয় পদার্থবিদের প্রয়োজন?
— দুইজন: একজন বাতি ধরে রাখে, অন্যজন পুরো পৃথিবীকে বাতির চারপাশে ঘুরায়।
আয়রন ম্যান ছেলে না মেয়ে?
— অবশ্যই মেয়ে, কারণ আয়রন = fe-, ম্যান = male.
আচ্ছা, যে লোকটিকে ঢাকা মেডিক্যালে পরম শূন্য তাপমাত্রায় রাখা হয়েছিল, তার অবস্থা কী, কিছু জানেন কি?
— শুনেছি তিনি এখন 0K.
সোডিয়ামের ব্যাপারে কি আপনি কোনো কৌতুক জানেন?
— না, না, Na ভাই।
কোনো রসায়নবিদ অসুস্থ হলে আপনারা কি করেন?
— প্রথমে তাঁকে হিলিয়াম দেই, তাতে কাজ না হলে কিউরিয়াম দেই, আর কোনোকিছুতে কিছু না হলে বেরিয়াম।
মৃত রসায়নবিদের দেহ পঁচে না কেন?
— কারণ তাঁরা জানেন কীভাবে বিক্রিয়া বন্ধ করে দিতে হয়।
অর্ধেক খালি গ্লাসকে যিনি খালি দেখেন, তিনি হতাশাবাদী; যিনি অর্ধেক পূর্ণ দেখেন, তিনি আশাবাদী। আর যিনি মনে করেন গ্লাসটির আকার প্রয়োজনের তুলনায় দ্বিগুণ, তিনি হলেন একজন এঞ্জিনিয়ার।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৫