এক একটা দিন এতটা দীর্ঘ হয়, কেবলই মনে হয়
তিমির শূণ্যতা নেমে এলো
মহাবিশ্বে এক আলোর ক্ষণজন্মা প্রবাদের মতো শীতল শোক ধেয়ে আসে;ধীরে
বলেছিলে দেবযানী, ঈশ্বর ঠিক একদিন ইচ্ছাপূরণ করবেন হিরন্ময় বিস্ময়ে
অথচ, সময় কত দ্রুত, অবলীলায় দু:খের ঘরে পরিণত হয়।
তোমার নিবেদিত ইচ্ছায় যতটা সম্মতি, বকুলের মালায়
গেঁথে দিলে আত্বিক খোঁজ।
অত:পর ভালোবাসায় নাকি বিষ; বছর কুঁড়ি পরেও অমলিন
দেখো, একরোখা অহংকার তাড়িয়ে নেবে তোমায়
হে তিলোত্তমা. ঈশ্বরের বহিৃক দূত;তাকে বলে দিও
কেবল আমারই প্রার্থণা কি তার কানে পৌঁছেনা?
কতটা অনুনিত হলে তার প্রকান্ড কানে ছুঁয়ে যাবে বার্তা!
বলে দিও, তুমি শেষ অবধি আমারই;নয়তো আর কখনোই নয়।
২৮.০৬.১৬ ঢাকা।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৩