গোঁধূলীর ছবি, ছবির কবিতা
***
ও গোঁধুলী...এতো তীব্র হলে মরে যাই প্রেমে
তোমার রূপে হাতড়ে খুঁজি গতজন্মের ইতিহাস
ছিলেম কী, ব্যপক অঙ্গাঅঙ্গী তোমার সাথে? তুমি ছাড়িয়ে যাও সীমানা
আমার সীমানা কেবলই বিদীর্ণ করে দাও, আমি চূর্ণ হতে-হতে ন্যূজ্ব হতে
থাকি তোমার আগমনে, গমনে। উন্মোচিত সৃষ্টির বিস্ময় জাগানিয়া,
পরিচিত ভবন-ভুবণ প‘রে আকাশ কাঁপিয়ে ছেয়ে গেলে নিমিশেই
একি রূপ! সর্বনাসা, রক্তক্ষরণে বার-বার ভুলে যাই একাকী সঙ্গীণ
নীল বেদনায় লীন হতে, অথবা রক্রিম গোলাপের অকৃত্রিম শোভায়
তুমি শ্বাশত, নির্ভেজাল প্রকৃতির একমাত্র, একান্ত সত্য।
আকাশজুড়ে রংয়ের কোলাহলে আলো ছাড়িয়ে আলোয় মাখামাখি
তুমি কিংবা আমি শুধু অবাক-নির্বাক যেন বিমূর্ত
বার-বার ফিরে এসো রূপে, ভালোবেসে অলস ফ্রেমে
নি:শ্বাসে, উড়ে যেতে-যেতে দীর্ঘশ্বাসে
চোখভর্তি বিস্ময়...প্রিয়তমার ঘোরলাগা বিকেলে ওহ! গোঁধুলী।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৬ রাত ৮:০২