টমাটিনো ফেস্টিভাল
***
নিষিদ্ধ নরকের কীট হবো ভেবে, চেয়েছিলাম দুইজোড়া চোখ
পাতাবাহারের চোখ নেই, দিয়ে দিলাম তাকেই একজোড়া
ঈশ্বর মামলা কোরে কেড়ে নিল আমার আলোকিত রঙ্গীণদুনিয়া
স্পেনে টমাটিনো ফেস্টিভালে ইজাবেলা‘র আমন্ত্রণ ঝুলছে
যাবো ভেবেই বাকি সব স্থাবর-অস্থাবর উইল করলাম ঈশ্বরের নামে।
ঈশ্বর...তুমি গোপনে প্রেমের চিঠি পড়ে নিলে
উষ্ণ আদরে হাত বুলালে, কেন?
নিয়নের আলোয় অর্পূব ছবি-দৃশ্যগুলি ছাপিয়ে দিলে স্বর্গ-নরকে
হুলিয়া জারি করে গোপন কারাগারে বন্দি করলে ইজাবেলাকে, কেন?
বার্সেলোনায় ঢেউ উঠবে রঙ্গের, আলোর-রূপের
তুমি সহ্য করতে পারবেনা, তাই নিগ্রহ বন্দি জীবন আমার।
পাতাবাহার গোপনে জানাবে ঠিকই, তোমারই দেয়া চোখে দেখে
আমি তোমার নিষিদ্ধ নরকেও ফোয়ারা ফোটাবো টমাটিনো উতসবের।
আমন্ত্রন তোমাকেও, ইজাবেলা আসবে যে কঠিন শৃংঙ্খল ভেঙ্গে!
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৬ রাত ৮:২১