যে শহরে আমার অস্তিত্ব ষোল বছর জুড়ে ছিল
সে শহর আমার না।
সে শহরের সাথে আমার মনের টান খুব গভীর হলেও
সে শহর আমার না।
যে শহরে আমার প্রয়োজনের তাগিদে রয়েছি
সে শহরও আমার না।
ষোল বছর জুড়ে যে শহরে ছিলাম
যেখানে কাটিয়েছি আমার শৈশব থেকে কৈশর।
আড়াই বছর ধরে আছি যে শহরে
যেখানে কাটছে আমার যৌবন।
এ দুটো শহরের কোনটিই আমার নয়।
কিন্তু এই আমার আমি'র সর্ব জুড়েই রয়েছে
এই দুই শহরের স্বপ্ন, স্মৃতি আর নিদর্শন ঘিড়ে।
শহর দুটির একটিও আমার না হলেও
আমি এই দুই শহরের।
-১৬ই অক্টোবর, ২০১৮