একদা গাধা ও গরুর মধ্যে প্রচন্ড ঝগড়া শুরু হল।
গরু গাধাকে গাধার বাচ্চা গাধা বলে গালি দিল
জবাবে গাধা গরুকে মানুষের বাচ্চা গরু বলল
এতে গরু ভীষণ মাইন্ড করল
তার দাবী তাকে গুরুতর গালি দেয়া হয়েছে।
কিন্তু গাধা বলল বুদ্ধিমান মানুষের বাচ্চা বলে মর্যাদা দেয়া হয়েছে
তাকে গরুর বাচ্চা গরু গালি দিয়ে নির্বোধ বানায়নি
গরু এতে একমত হতে না পেরে তাদের বুদ্ধিমান প্রাণী
শেয়ালেরর আদালতে বিচার প্রার্থী হল
শেয়াল জানতে চাইল গরু কেন এই গালি শুনে
বেশী অপমানিত হল।
কারণ প্রাণীজগতে মানুষ বুদ্ধিমান ও বিবেকবান হিসেবে পরিচিত।
গরু ক্ষুব্ধ কন্ঠে বলল না তা ঠিক নয়
কারণ একটি গরুর বাচ্চা জন্মের পর
মানুষ তাকে গাভীর দুধ খেতে দেয় না।
সারারাত বেঁধে রেখে সকালে ছাড়ে গাভীকে প্রতারণা করার জন্য
বাছুর যখন দৌড়ে দুধ খেতে শুরু করে এমনি আবার আলাদা করে
নিজের বাচ্চার জন্য দুধ দোহানো শুরু করে।
এভাবে একটি বাছুর যখন কষ্টে বড় হয়ে যৌবন প্রাপ্ত হয়
তখনই তাকে খোজা করে হালের বলদ বা ষাঁড় বানানোর জন্য
দীর্ঘদিন হালচাষ করে শরীরের শক্তি কমে গেলে
জবাই করে মাংস খেয়ে ফেলে।
এরকম একটি নিষ্ঠুর, স্বার্থপর ও প্রতারক প্রাণীর সন্তান
বানানোর চেয়ে গরুর বাচ্চা গরু গালি অনেক ভাল ছিল!!!
এবার শেয়ালের রায় দেয়ার পালা------