আমরা প্রায় বিভিন্ন পিকচারে একটি কার্ডবোর্ডের রোবোটকে দেখি। দেখা যায় এটি চুপচাপ দাঁড়িয়ে আছে মন খারাপ করে। বিভিন্ন পিকচারে বিভিন্নভাবে দেখা যায় এই কার্ডবোর্ডএর রোবোটকে। অনেকে এটাকে স্যাডবক্স হিসেবে জানে। বেশিরভাগ মানুষ জানেইনা এর মুল নাম কি কিংবা কোথা থেকে এর উৎপত্তি। অনেকের কাছে এটি রহস্যই হয়ে আছে। কি আসলে এটা?
ডানবো একটি ফিকশনাল কার্ডবোর্ড বক্স রোবোট। এটি এক জাপানিজ কমিকস এর একটি চরিত্র।
কমিকসটির নাম Yotsubato! যাকে ট্রান্সলেট করলে হয় Yotsuba and!
Danbo কে প্রথম দেখা গেছে Yotsubato! সিরিজের ২৮ চ্যাপ্টারে। এর লেখক ছিলেন Kiyohiko Azuma
এর বিভিন্ন নাম ছড়িয়ে আছে ইন্টারনেটে। ডানবো, ডানবোর্ড, কার্ডবোর্ড, ডানবোরু ইত্যাদি। বিখ্যাত হয়েছে ডানবো নামটিই।
এটি এমন পরিমাণ বিখ্যাত হয়েছিল যে এটা নিয়ে আলাদা ভাবে একটি এনিমেশন বের হয়েছে ২০০৫ সালে ডানবো নামেই। সেখানে ডানবো একটি স্পেস রোবোট পথ হারিয়ে পৃথিবীতে পড়েছে। তাকে বাচাতে সাহায্য করে Miura নামের একটি মেয়ে।
কিন্তু কমিকসের গল্প ছিল অন্য রকম। সেখানে দেখা যায় মুল চরিত্র ইওতসুবার (Yotsuba) বান্ধবী মিউরা(Miura) এক সায়েন্স প্রজেক্টের জন্য কার্ডবোর্ড দিয়ে রোবোট সাজে। কিন্তু ইওতসুবা ভাবে এটা সত্যি এক রোবোট। তাই জিজ্ঞেস করে তার নাম কি। জবাবে মিউরা তার পরিচয় গোপন রেখে বলে তার নাম ডানবো। ডানবো চরিত্রের এই শুরু। তারপর অসংখ্যবার এই ডানবো স্যাডবক্স হিসেবে বিভিন্ন জায়গায় পাওয়া গেছে।
২০০৬ এর দিকে জাপানীজ টয় মেকার কোম্পানী Kaiyodo প্রথম ডানবো নামের এই স্যাডবক্স বিক্রি করে । ডানবোর কিউটনেসের কারনে এটি রাতারাতি জনপ্রিয় হয়ে উঠে।
২০০৭ সালে বিভিন্ন ফটো শেয়ারিং সাইটগুলোতে ডানবো জনপ্রিয় হয়ে উঠে। ডানবো নিয়ে ফটোগ্রাফি জনপ্রিয় হয়ে উঠে। ডানবোর নিয়ে বিভিন্ন প্রজেক্টও গড়ে উঠে ফ্লিকারে। “ডানবো ইন এভরিডেয় লাইফ” জাতীয় প্রজেক্টগুলো এতোই জনপ্রিয় হয় যে একটা পুরো বই বের হয়েছে 365 Days of Danboard নামে।
অনেক টয় বিখ্যাত হয়ে হারিয়ে যায়। কিন্তু ডানবো সেই ০৬ সাল থেকে এখন পর্যন্ত বিভিন্নভাবে, বিভিন্ন আংগিকে তৈরি হয়ে আসছে। রুবিকস কিউবের পর সম্ভবত এটাই অন্যতম বেস্ট সেলার খেলনা।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৯