পাপ্পি লিনাক্সঃ মিনি লিনাক্সের কথা বললে প্রথমেই চলে আসে পাপ্পি লিনাক্সের নাম। এটি অত্যন্ত ছোট একটি ডিস্ট্রো। একে লাইভ সিডি কিংবা পেনড্রাইভ বুট- দুইভাবেই ইউজ করে যায়।সবচেয়ে বড় কথা এটি একটি ইন্ডিপেন্ডেন্ট লিনাক্স।
এর সর্বশেষ ভার্সনঃ Puppy Linux 5.5 "Precise"
ডাউনলোড লিঙ্কঃপাপ্পি লিনাক্স
স্লাক্সঃ এটি একটি স্লাকওয়ার বেইজড লিনাক্স। এটাও অত্যন্ত ছোট।মাত্র ২১৬ মেগাবাইট। সে হিসেবে এটি অনেক পাওয়ারফুল। এর বড় ধরনের প্রি ইন্সটাল্ড সফটওয়্যার প্লাগিন্সের কালেকসন আছে, যা অন্য কোনো মিনি লিনাক্সে নাই।
সফটওয়্যার প্লাগিন্সের ডাউনলোড লিঙ্কঃপ্লাগিন্স
এর সর্বশেষ ভার্সনঃ Slax 7.0.6
ডাউনলোড লিঙ্কঃস্লাক্স
ড্যাম স্মল লিনাক্সঃ এটি ডেবিয়ান ও নপিক্স ভিত্তিক লিনাক্স। এর নামেই বুঝা যাচ্ছে এটি কত টুকু ছোট। সংক্ষেপে ডিএসএল(DSL ) বলা হয়। এর সাইজ জানতে চাচ্ছেন? ৫০ এমবি।
আপনার পুরাতন ল্যাপটপ স্লো হয়ে গেছে? এটা দিয়ে ইউজ করেন।
এর লেটেস্ট রিলিজঃ Damn Small Linux 4.4
ডাউনলোড লিঙ্কঃ ডিএসএল
স্লিটাজঃ এটিও ইন্ডিপেন্ডেন্ট লিনাক্স। এর সাইজ ৩৫ মেগাবাইট। আর হার্ডডিস্কে জায়গা নেয় ৮০ মেগাবাইট। পুরাতন পিসির জন্য আদর্শস্বরুপ। সর্বশেষ রিলিজঃ SliTaz 4.0
ডাউনলোড লিঙ্কঃস্লিটাজ
মিনিক্সঃ এটা যদিও লিনাক্স না। ইউনিক্স ভিত্তিক। তবুও লিনাক্সের সাথে এর মিল আছে।এর লাইসেন্স করা হয়েছে বিএসডি টাইপ হিসেবে। এটির সাইজ ২৫৬ এমবি। অত্যন্ত সহজ একটি অপারেটিং সিস্টেম।
ডাউনলোড লিঙ্কঃ মিনিক্স
আরোও কিছু লিনাক্স আছে অনেক ছোট। যেমনঃ আর্ক লিনাক্স, কোর প্লাস ইত্যাদি। এগুলো নেটে সার্চ দিলেই পাওয়া যাবে।
যাই হোক, ধন্যবাদ পোস্ট পরার জন্য
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪০