মনে পড়ে তুই এসেছিলি?
নভেম্বরের শেষে আর চলে গেলি ফেব্রুয়ারীর প্রথমেই।
এই দিনগুলোতে কত স্মৃতিই না দিয়েছিস আমায়
কিন্তু আমি কি যন্ত্রনাই না দিয়েছি তোকে
মনে পড়ে, তুই এসেছিলি?
কক্সবাজার গিয়েছিলি, রিক্সা থেকেও পড়েছিলি
ঐ যে একদিন রাতে মশারী টাংগাতে গিয়েও পড়েছিলি
আমি ব্যথা পেয়েছিলাম খুব কিন্তু।
তবে বিন্দুমাত্র আঘাত লাগেনি তোর
মনে পড়ে কত স্মৃতি দিয়েছিলি তুই,
আমার ডান বক্ষের নিচে ছিলি
ঘুপটে ছিলি, কত কথা কত মজা
মনে পড়ে তোর?
কত স্বপ্ন দেখেছিলাম, কত কি তুই দেখিয়েছিস
সাবধানে থেকে কি হয়েছে বলতো দেখি
তোর কথা ভেবে তোর মতন করে চলে
লাভ টা হলো কি?
কে দিবে এই উত্তর আমায়!
সব জেনেও আমি নিশ্চুপ পড়ে আছি
হঠাৎ কি হল যে এভাবে চলে গেলি তুই
হঠাৎ করে এত অভিমান করে।
আমায় কি মনে পড়ে না তোর
খুব কি খারাপ ছিলাম আমি?
কিছুই কি হতে পারিনি তোর
উত্তাপে যন্ত্রনায় ব্যথায়
সব কিছু সহ্য করে চলে গেলি না দেখা দিয়ে
এতটা অভিমান, এতটা রাগ?
মোমের মত গলেছিলি বুঝিনি আমি
এক ঝলক দেখা শুধু ছোট্ট মস্তকটার।
লাল ছায়াটা এক পলকেই সরে গেলো
চলে গেলো বহুদূর দূরান্তে।
মনে পড়ে কি তোর?
জানিস, কত কেঁদেছি, কত কাঁদি
ঘুম আসেনা চোখে, ভাবি শুধু একা বসে
কোথায় হারালি তুই আমায় না দেখা দিয়ে।
যেথায় থাকিস ভালো থাকিস
ভুলিস না আমায় কভু
বিধাতাকে জিজ্ঞাসা করলেই পাবি
কে হতাম আমি তোর শুধু
রক্ত দিয়ে তৈরি আমার তোরই ঐ দেহ
ক’দিনের জন্য এসে কেন রে তুই মায়া বাড়ালি এত।
নাম ভেবেছিলাম তোর আমি
ডাকবো সেই নামে, যেথায় থাকিস ভালো থাকিস ভুলিস না মোরে।
মাফ করে দিস তুই যে আমায়
যন্ত্রনা দিয়েছি খুব
কষ্ট পেয়েছিস অনেক যে তুই
আমি যে তা বুঝি
অভিমান কেন আমার সাথে
এই কথা কাকে বলি।
মনে কি পড়ে তোর সেই রাতের কথা
কিভাবে চলে গেলি।
এসেছিলি তুই নভেম্বরে ফেব্রুয়ারীতেই চলে গেলি
অস্তিত্ব রয়ে যাবে সদা ডান বক্ষে ছিলি
অস্তিত্ব কভু ভুলা যায় না আমি এটাই বুঝি
এসেছিলি তুই থাকবি সদা আমার নিজের কাছে
তুই যে আমার নিঃশ্বাসে, ছিলি সারা দেহে।
মনে পড়ে তোর ?
হাফিজা খাতুন নিপা
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ১১:২৬