আসেন ভাই ও বোনেরা
দেখেন এদিকে একটু, আমি ক্ষমা।
যার যতটুকু দরকার হোক বা নাই হোক
ডিসকাউন্ট আছে ভাইও বোনেরা, আমাকে নেন।
আমি ক্ষমা, যখন ইচ্ছা অপরাধ করুন
এইতো আমি আছি বেশ আপনাদের জন্যে।
এইতো আমি, ইচ্ছা বা অনিচ্ছায় বড় বা ছোট
কিনে নিন আমায়, আমি ক্ষমা।
পাড়ায় গিয়ে শরীর কিনে, শরীরের দাম স্বরূপ
আমি আছি তো ভাই ও বোনেরা।
শিক্ষিত হোক বা অশিক্ষিত
গালি হোক বা মাইর,
চাইলে হতে পারে পৈশাচিকত্ব
আমি তো আছি অপরাধ থেকে মুক্তি দিতে
ইংরেজীতে সরি আর বাংলায় ক্ষমা।
ক্ষমা করে দাও, ক্ষমা করুন আমায়, ক্ষমা!
চিঠি লিখে বা অনুনয় করে চিঠির সম্মান নষ্ট করে
ক্ষমা চেয়ে আমাকেও নিকৃষ্ট অপরাধী বানিয়েছে অনেকেই।
যদিও আমার স্থান অনেক উপরে, মুখের কথায় হোক
তাই আমি আজ খরিদ্দার
চাইলেই পাবেন আমাকে
যে কোন সময়ে যে কোন স্থানে
ভাই ও বোনেরা দেখেন আমায়,
খুব কমে এমনকি ডিসকাউন্ট হিসেবেও
আমি ক্ষমা।।
হাফিজা খাতুন নিপা
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭