দেখেছি আমি অনেক কিছু
শুনেছিও আমি অনেক কিছু
যেমন জাগ্রত পানির জোয়ার-ভাটা
তেমনি অদৃশ্য আমার কাঁটা-ক্ষত ব্যাথা।।
যেমনটি দেখি মানুষকে ভাবতে
সাহায্য নয়, বাঁশ দেওয়াই মুখ্য ভাবনা। তাতে,
সব ই যেন অহংকারের পরিভাষা।
হয়েছি আমি বেশরম
হয়েছি বেহায়া
হয়েছি নির্লজ্জ, কোন অপরাধ না করে।
পেয়েছি উপাধি, পেয়েছি বদনামি
প্রেমে না পড়ে, না ভালোবেসে।
দেখা হয়েছিলো বিশ নিনিটে
বিয়ে হয়েছে তার সাথেই বাবা-মায়ের পছন্দে
তবু কেন শুনেছি, কূট হয়েছি
পেয়েছি এত তিতিক্ষা।
বোরখা পড়েও নির্লজ্জতা করেও
হয়েছে অনেকেই সম্মানিত।
তবে বলবো আমি,
আব্রু ঢেকে হওয়া যায় না সম্মানিত
যদি না থাকে চক্ষুলজ্জা।
তবুও আমি খোলা থেকে বেশরম হয়ে
হয়েছি অনেক সম্মানিত।
এই তো আমি বেশরম বলছি !!!
হাফিজা খাতুন নিপা
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৭