জীবনে কিছু গল্প আছে যেগুলো কখনো ছাপা হয় না, কিছু গল্প অসম্পূর্ণ থেকে যায় বা শেষ বয়সে আত্মজীবনী লিখবার সময়ে গল্পগুলো নতুন করে ফিরে আসে। আমার এই গল্পটি খুব তাড়াতাড়ি শেষ করে দিতে হবে, এটা এ কারণে নয় যে প্রকাশক লেখক কে চাপে রেখেছে সামনের ঈদ সংখ্যায় গল্পটি ছাপাবার হন্যে বরং লেখক ইচ্ছে করেই গল্পটিতে ইতি টানতে চাইছে।
আমার বন্ধু শাহেদ একদিন ঢাকা কলেজে এক বৃষ্টি বিকেলে ক্লাসরুমে বসে সামিরাকে চিঠি লিখেছিলো, টি এস সি’র ক্যাফেটেরিয়ার সামনে দিয়ে হাঁটলে ওর সামিরাকে মনে পড়ে, যতবার ও মগবাজারের রাস্তা ধরে যাতায়ত করে ততবার সামিরা ফিরে ফিরে আসে, এভাবে যদি লিখতে চাই শাহেদ-সামিরার গল্প লিখে আমি শেষ করতে পারবো না।
২রা সেপ্টেম্বরে শাহেদের স্বপ্ন সত্যি হয়ে ধরা দিলো, সেদিন রাতে যশোর যাওয়ার পূর্বে শাহেদ জেনে গেলো সে তার কর্মস্থল থেকে বদলি হয়েছে। ঘটনাটি শাহেদ কিভাবে নিয়েছিলো সেই গল্প হয়তো কখনো লিখবো না । সবাই চলে আসার মুহূর্তে প্রথা অনুযায়ী ফেয়ারওয়েল দেওয়া হয় , শাহেদের কোনো ফেয়ারওয়েল হয় নি তবে শাহেদ এক অসম্ভব সত্য সাথে করে সেদিন বাড়ি ফিরেছিলো।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৫