৭১ এ নির্বাচনী ফলাফল মেনে আওয়ামীলীগের কাছে ক্ষমতা হস্তান্তর করা হলে মুক্তিযুদ্ধ হত না ।
২৫ এ মার্চের বর্বর আক্রমণ মুক্তিযুদ্ধকে অবধারিত করে তুলে ।
তাই মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমি বুঝি অন্যায়,অত্যাচার ,অবিচারের প্রতিবাদ , প্রতিরোধ ।
এই বিচারে মেজর জলিল মুক্তিযুদ্ধের চেতনার মডেল । তিনি পাকিদের অন্যায়, ইন্ডিয়ানদের অন্যায়, মুজিবের অন্যায়সহ সকল অন্যায়ের প্রতিবাদ করেছেন ,প্রতিরোধ করেছেন।
অন্যায়কারী কে এটা বিবেচনা না করে সকল অন্যায়ের যে বা যারা প্রতিবাদ করতে পারে তাদেরকেই মুক্তিযুদ্ধের চেতনাধারী বলে সম্মান করি ।
যারা অন্যায়কারীর পরিচয় দেখে প্রতিবাদ করে তাদের চেতনার ব্যবসায়ী বলে অভিহিত করি
আর মুক্তিযুদ্ধের সাথে অন্য কিছু যেমন ধর্ম বিদ্বেষ,ধর্ম নিরপেক্ষতা ইত্যাদির মিশ্রণকে মুক্তিযুদ্ধের চেতনাকে কলুষিত করণ, এডাল্টারেশন মনে করি ।
যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে অথচ সকল অন্যায় অনাচারের সমান প্রতিবাদ করেন না তারাই চেতনার ব্যবসায়ী ।
একারণেই আমার বিচারে সেক্টরস কমান্ডারস ফোরাম, প্রথম আলো, জাফর ইকবাল স্যার আর আমাদের মেরাজ স্যার সকলেই চেতনার ব্যবসায়ী ।
দেশে মানবাধিকারের চরম লংঘন হচ্ছে, হাজার
হাজার মানুষ বিনা বিচারে জেল খাটছে ,লক্ষ লক্ষ দরিদ্র মানুষ অনাহরে অর্ধাহারে দিন কাটাচ্ছে অথচ সেক্টরস কমান্ডারস ফোরাম এই অদক্ষ ,অযোগ্য তাবেদার সরকারের কোন অন্যায় অত্যাচারেরই প্রতিরোধ তো দূরের কথা প্রতিবাদের প্র 'ও করছে না ।
অন্যদিকে প্রথম আলো এখনও এই অত্যাচারী সরকারকে সমর্থন করছে । সমপ্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সূর্যসন্তানরা যে জঘন্য কাজটা করেছে তা প্রথম পাতায় কোন রিপোর্ট তো করছেই না , দায়সারার জন্য যে রিপোর্ট করছে তাতেও সূর্যসন্তানদের দলীয় পরিচয় চেপে যাচেছ।
অন্য বিশ্ববিদ্যালয়ের হলেও জগন্নাথের ঐ শিক্ষিকা জাফর ইকবাল , মেরাজ সাহেবদের সহকর্মী । কিন্ত তাদের চেতনায় এখনও প্রতিবাদের প্র'ও পাওয়া যাচ্ছে না ।
বলা হয় মাছের পচন হয় মাথা থেকে । আমাদের চেতনার মাথাদেরও পচন ধরেছে ।
এইপচা মাথা গুলি কি যুদ্ধাপরাধীদের বিচার করতে পারবে ?
যারা বর্তমান অন্যায়ের অবিচারের প্রতিবাদ পর্যন্ত করতে পারে না , প্রতিরোধ তো দূরের কথা , তারা কি অতীত অপরাধের বিচার করতে পারবে ?
অন্যায় অত্যাচারে পিষ্ঠ, অনাহারী অর্ধাহরী মানুষের কাছে কি তাদের আহ্বান উপহাস মনে হচ্ছে না , জলসানো রুটি মনে হবে না ?
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০০৮ ভোর ৬:৩৮