এটা তুমি ঠিক করনি শাহিনা,
মোটেই ঠিক করনি।
সামান্য এক গার্মেন্ট কর্মী
কেমন করে এতো দু:সাহস হয় তোমার
শত মানুষকে কাঁদাবার
তুমি কি ভুলে গিয়েছিলে
পৃথিবীতে এসেছো কাঁদতে,
কাঁদাতে নয়।
জন্মেই তোমার নিয়তি ছিলো-
কখনো স্বামী ঘর ছেড়ে যাবে,
কখনোবা যাবে ছেড়ে দুনিয়া
কখনো বাপ ঘর থেকে তাড়িয়ে দেবে
কখনো ভাই কিংবা বোন
কখনো সাত বিকি খেয়ে
আশ্রয় নেবে গার্মেন্ট কারখানায়।
তোমার নিয়তিই ছিলো
অপঘাতে মৃত্যু
কখনো মারা পড়বে
কারখানার আগুনে পুড়ে
কখনো পায়ের তলায় পিস্ঠ হয়ে
কখনোবা ভবন ধ্বসে
তুমাকে মেনে নিতেই হবে
এটাই তুমার নিয়তি
তাই বলে কি তুমি মানুষ কাঁদাবে-
কি করে এতো দু:সাহস হয় তুমার
শাহিনা মানুষ কাঁদাবার।
এটা তুমি ঠিক করনি শাহিনা
মোটেই ঠিক করনি।।
------------