৭ম শ্রেণীতে পড়ার সময় সিনিয়র এক ভাইয়ের 'উড়াল দেব আকাশে' গানের কভার শুনে সেই সময়ে বুঝতে শিখেছিলাম ব্যান্ড সংগীত কি আর তার পরিবেশনা কেমন। স্কুল এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় কামরুল ভাই যখন চোখে কালো চশমা আর মাথায় ক্যাপ দিয়ে মঞ্চে আসলেন - উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে একরকমের হৈ হুল্লোড় পড়ে গেলো। ওই প্রতিযোগিতায় নোটেবল পারফরম্যান্সের জন্য কামরুল ভাই, ব্যান্ড সংগীত ক্যাটাগরিতে প্রথমও হয়েছিলেন। ব্যাকডেটেড বলেই হয়তো সেই ২০০৪ সালে ও আমি জানতাম না যে সেই গানটি কার!
তারপর আর সকল শাশ্বত বাংলা-সংগীতপ্রেমী বাঙালীেদের মতো আমার ও অনেক দিন-রাত কেটেছে #AB'র 'সেই তুমি', 'এখন অনেক রাত', 'চলো বদলে যাই', 'কষ্ট পেতে ভালোবাসি', 'মেয়ে তুমি কি দুঃখ চেনো', 'সে তারা ভরা রাতে', 'আমি বারোমাস তোমায় ভালবাসি', 'এক আকাশের তারা', 'হাসতে দেখো', 'রুপালি গিটার' গান শুনতে-শুনতে..
জাতীয় সংগীত গেয়ে মঞ্চ পরিবেশনা শেষ করা এই মানুষটির প্রতি আমি এবং আমরা অনেক-অনেক ঋণী। আমাদের এবং যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপে অদূর ভবিষ্যতে গড়ে উঠুক AB'র স্বপ্নের মিউজিক ইনস্টিটিউট। AB থাকুক আমাদের ঘুমন্ত শহরের নীরবতায় কিংবা আমাদের নির্ঘুম রাতের সাথী হয়ে :'(
#LRB
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৮