ভালোবাসা কিংবা বন্ধুত্ব সবই আমার কাছে জুয়া খেলার মতো লাগে। জুয়ার প্রথম দান, তারপরের দান কিংবা তারও পর আপনি হয়তো লিড পেয়ে যাবেন, এই প্রথম কয়েকবার দান দেয়া হয় খেলার প্রতি আপনার লোভ তৈরী করার জন্য। আপনিও পেতে পারেন সেটা আগেই আপনাকে বিশ্বাস করানো হয়, তারপর কাঁচা জুয়াড়ি পেয়ে আপনাকে বারংবার হারানো হয়।
আপনার চারপাশের সম্পর্ক গুলোর দিকে একটু লক্ষ্য করুন : সেই ছোট বেলা থেকে আপনার পরিবার অনেক-অনেক করেছে আপনার জন্য। আর আপনি একটু বড় হওয়ার পর, আপনার সুদিনে তো বটেই দুর্যোগের দিনেও পরিবার আপনার কাছে কিছু চায়। ধরেন যে - ভবিষ্যৎ প্রস্তুতির জন্য গ্রাজুয়েশন শেষে আপনারও নিজের প্রতি কিছু বিনিয়োগ থাকে। মধ্যবিত্ত কিংবা নিম্ন- মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে পরিবারের লোকদেরকে এই কথাটা বুঝানো কঠিন হয়ে পরে যে - 'তোমরা এপর্যন্ত আমার প্রতি যা বিনিয়োগ করেছো ঠিক তার কয়েকগুন বেশি বিনিয়োগ এখন আমি নিজে উপার্জন করে নিজের জন্য বিনিয়োগ করতে হচ্ছে।'
মনে করুন আপনার সেই বন্ধুদের কিংবা বান্ধবীদের কথা, যাদের সাথে হয়তো পরিচয় হয়েছে চা, পান, সিগারেট খেতে-খেতে কিংবা ফেবুতে অনর্থক হাই-হ্যালোতে, যাদেরকে আপনি একসময় স্মরণ করলেও মনে-মনে আনন্দ পেতেন। আর এখন; সহ্য করতে পারেন না। হয়তো বলতে ইচ্ছে করে – ‘তুমি আমার তেপ্পান্ন তাস, অসম্ভবের ঘোরে দেখেছি !’
একটু মনে করেন আপনার সেই নির্ভেজাল বন্ধুদের/ বান্ধবীদের কথা, যারা চাইলেও আপনি খুব-একটা মিশতেন না তাদের সাথে, তবুও তারা কোনভাবে আসলো আপনার বন্ধু হয়ে। প্রথম কিছুদিন ‘জান কোরবান’ টাইপ তারপর.. জুয়া। এই বন্ধুরা/বান্ধবীরাও পরিবারের মতো একসময় অনেক-অনেক করেছে কিংবা করে যাচ্ছে আমাদের জন্য। কিন্তু পাশাপাশি রাস্তায় চলতে-চলতে একসময় হাত'টা ছেড়ে দেয়। একসময়ের আড্ডা-মাস্তি, বেড়াতে যাওয়া এক-এক করে সব শেষ হয়, শেষ হয় ঐ-প্রান্তের বন্ধু'টা নিজে থেকে এই-প্রান্তের কারো খোঁজ নেয়া'র প্রচলণ'টাও। এই-প্রান্তের কেউ এখন আর কিছু মনে করিয়ে দিলেও ঐ-প্রান্তের কারো কিছুই মনে থাকে না। মনে থাকবে আর কি? নামটাই যে আর মনে থাকে না, কন্টাক্ট লিস্টে বড় কষ্ট করে সেই নামটা বেঁচে থাকে। আভিজাত্যের সংসারে আন্তরিকতার অভাবে বন্ধু-বান্ধবী এভাবেই গায়েব হয়রে, মনু। -_-
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৫