'পেন্সিলে আঁকা পরী' - থেকে হুমায়ূন আহমেদের বাঁধাই করে রাখার মতো কিছু কথা -
'চাকরীর ইন্টারভিউ দেয়া কি বন্ধ করে দিয়েছ?'
না। এখনো দিচ্ছি। আমার ধৈর্য আমার দুর্ভাগ্যের মতোই সীমাহীন।
________________
সত্যিকার রূপবতী মেয়েদের লক্ষণ হল হাসলেও এদের সুন্দর দেখা যায়। বেশিরভাগ রূপবতী মেয়ে হাসলে কুৎসিত হয়ে যায়।
________________
পৃথিবীর সবচেয়ে অসুন্দর দৃশ্য হলো লোভে কককক করা চোখ। আর সবচেয়ে সুন্দর দৃশ্য গভীর মমতায় আচ্ছন্ন প্রেমিকার চোখ।
________________
পৃথিবীর বেশিরভাগ মানুষই সুখে থাকে। অল্প কিছু লোক থাকে অসুখী - তারা শুধু সুখী মানুষ খুঁজে বেড়ায়।
________________
'তোর কি হাটতে কষ্ট হচ্ছে, ঝুমুর?'
'উহু'
'হাটা স্বাস্থ্যের জন্যও ভালো। '
'তুমি তো আর স্বাস্থ্য ভালো রাখার জন্য হাঁটছ না, দায়ে পরে হাঁটছ। গাড়ী থাকলে তুমি কি আর স্বাস্থ্য রক্ষার জন্য হাঁটতে?'
'তাও ঠিক।'
________________
'বিমল তোমাকে আমার পছন্দ হয়েছে।'
বিমল হাসতে হাসতে বললো, 'যত দিন যাবে ততই আপনি আমাকে পছন্দ করবেন।'
'কেন বল তো ?'
'স্যার আমি যেকোন কাজ খুব সুন্দর করে করতে পারি।'
'আমার তো মনে হচ্ছে তুমি অহংকারী। '
'কিছু অহংকার তো থাকবেই। রাস্তার যে ভিখারি অন্যদের চেয়ে বেশি ভিক্ষা পায় সেও অহংকার করে, আমি কেন করবো না?'
________________
চাকরিটা ছেড়ে দিতে পারলে মবিনের জন্য ভালো হতো। ছাড়া যাচ্ছে না। দু'ঘন্টা পরিশ্রমে সাত শ টাকা বেতন প্লাস দু'বেলা খাওয়া ভাবাই যায় না।
________________
মবিন চোখ ফেরাতে পারলো না। মিতু বললো, 'তোমার জন্য সিগারেট এনেছি। নাও।'
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৩