ল্যাপটপের ডিসপ্লে'টা ভাঙলো ২১ মার্চে, ২২ মার্চ সকালে ভৌগোলিক দিক থেকে দূরের তবে মনের দিক থেকে খুব কাছের এমন একটা মানুষ আমায় উলট-পালট বুঝলো। ২৩ মার্চ থেকে পকেট একদম ফাঁকা, তার মধ্যে এলাকার এক দোস্ত ঢাকায় বেড়াতে আসলো, তারে ও ঠিক-ঠাক আদর-যত্ন করতে পারলাম না।
আর নিশ্চয়ই আর দশ'টা বাংলাদেশীর মতো ২৩ মার্চ রাতে আইসিসি একাদশের বিপক্ষে বাংলাদেশের ১ রানে পরাজয়ের জাতীয় দুঃখের রেশ'টাও আমার মনে রয়ে গেছে।
আগামী ২৬ তারিখে খূব কাছের বন্ধু'র বড় ভাইয়ের বিয়ের দাওয়াত আছে, যার বিয়ে উনি আবার আমার বড় ভাইয়্যা'র ও স্কুল-ফ্রেন্ড। আর আজ ২৪ মার্চ সকাল বেলায় শুনলাম আমার দাদীও অসুস্থ, সব আত্মীয়-স্বজন আমাদের বাড়িতে এসে জমায়েত হয়েছে।
আমি ভুলেই গেছিলাম ২৫ মার্চের সেই রাতের কষ্ট কে, দয়াল আমায় মনে করিয়ে দিয়েছে। হায় রে অপারেশন সার্চলাইট... গর্বিত বাংলাদেশী হিসেবে সেই রাতে নির্বিচারের শিকার শহিদ বুদ্ধিজীবী, আম জনতা সকলকে লাল সালাম জানাই। ইতিহাসের পাতার উত্তাল মার্চ, আমার জীবনেও সগর্ভে প্রতিফলিত হচ্ছে। কবি মুকুন্দরাম চক্রবর্তী যথার্থই বলেছিলেন ‘অভাগা যদ্যপি চায় সাগর শুকায়ে যায়’।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৬