এতটুকু হেঁটে- এই মধ্যগগণ জ্বলন্ত সূর্যের সম্মুখে
সত্যের মুখোমুখি হয়ে বলতে আমার কিঞ্চিৎ দ্বিধাও নেই যে
আমি তোমাকে এখনও সেই আগের মতন ভালোবাসি-
ভালোবাসা কমছে না- কেন জানি দিনদিন বেড়েই চলেছে, বেড়েই চলেছে
তুমি হয়তো ভাবো, পুরুষরা তো এমনই-
মুলা ঝুলিয়ে গাধার মতন খাটাতে
তারপর সিদ্ধ হাসিল হলে ‘থাকে শুধু অন্ধকার’
তুমি হয়তো ভাবো, আমি প্রতারক- স্বার্থান্বেষী
ভোগের লহমায় কাটিয়ে দিয়েছি এতগুলো পূর্ণিমা
আজ এতটুকু বলতে আমার দ্বিধা নেই যে
তোমার এই ক্ষণিকের ভাবনায় আমাকে সামনে নিয়ে চলে
কী ভাবো, দরকার পড়ে না ব্যর্থ প্রেমিকের-
তোমায় নিয়ে ভাবতে ভাবতে যে নিত্যদিন ভরে উঠছে
শাদারা, কালোদের অত্যাচারে!
বর্ণবৈষম্যের এই কলিতে আমি তোমাকেই ভেবে যাবো
কালোরা যেভাবে লাইনে দাঁড়াতে লেগেছিল তিনশ বছর-
আমি না হয় বাকী অর্ধগগণ এভাবেই কাটিয়ে দিলাম!