ব্যস্ত শহরের ক্লান্ত বিধ্বস্ত প্রেমিক আমি
নুন আনতে পান্তা ফুরোয় বলে ফাস্টফুড আমার অহেতুক অপচয়
সালাদিয়ার ভাঁজা পোড়া আর চায়ে অমৃতের স্বাদ
মাটির বাসনে বরঞ্চ ডালের সমুদ্রে ভর্তার মাঝে খুঁজি তৃপ্তি
রিকশাও বিলাসিতা হয়ে যায় বলে ‘১১’ নম্বর বাস কাছের অবলম্বন
দুরত্ব বাড়লে টেম্পু কিংবা বাঁদর ঝুলাই নিয়তি
দুচার মিনিট কথা কম বলে তা ঢেলে দিই অন্তর্জালে
মানব সন্তানকে দুচার শব্দ বিদ্যা বিলিয়ে আহার যোগায়-
তাও কতশত ক্যাচালের পর!
তোমার পেছনে হাঁটতে ছুটতে চপ্পলগুলো নখের মতো হয়ে গ্যাছে
মুচির খোঁচায় খোঁচায় তার দেহ ক্ষত বিক্ষত- সেখানে তিল ধারণেও যেন ঠাই নেই
বিশ বসন্ত কেটে গেল জবুথবু শীতে-
মধ্যবিত্তের চাকায় পিষ্ট জীবন টিটকিরি খায় অযথা স্বপ্নের ভিড়ে!