ইউটিউবে নয় মিনিট চুয়ান্ন সেকেন্ড
প্রতিটি মূহুর্ত আঁতকে উঠি
এই বুঝি শেষ হলো সবকিছু।
কি নিদারুণ রসিকতায় ভরা মানুষের জীবন!
প্রতিদিনিই বেঁচে থাকার সংগ্রাম
আর প্রতিনিয়ত হেরে যাবার আশঙ্কা।
একজন সাবিরা কেন শেষ করে দেয় নিজেকে?
মানুষ কেন এমন হয়?
জীবনের প্রত্যাশা কি?
কি চায় নির্ঝরেরা?
সাবিরারা কেন বেছে নেয় আত্মহননের পথ?
হাজারো প্রশ্ন আকুলি বিকুলি করে মনের মধ্যে।
একটি আত্মহত্যায় শেষ হয় একজন সাবিরা
অপেক্ষায় থাকে হাজারো সাবিরা।
ভালোবাসা কি শুধুই কাম আর লালসা?
ভালোবাসার মানে কি মমতা নয়?
তবে কেন এমন নির্মমতা?
জীবন থেকে হারিয়ে যায় জীবন।
তবুও বেঁচে থাকার আশায়, বেঁচে থাকে জীবন
আঁকড়ে ধরে জীবনের সংগ্রামকে,
করে প্রতিবাদ।
সাবিরার এই প্রতিবাদ প্রতিটি নারীর মনে
দিক বেঁচে থাকার তাগিদ।
মানুষের মনে জাগাক ভালোবাসার মমত্ববোধ।
একটি আত্মহত্যা হোক প্রতিবাদ, প্রতিরোধ আর বেঁচে থাকার প্রেরণা।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৬ বিকাল ৩:০৫