ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউট –এর সাইট অ্যান্ড সাউন্ড পত্রিকা বিশ্ব জুড়ে ২০০-র বেশি সমালোচক ও ১০০ পরিচালকের মতামতের ভিত্তিতে নির্বাচন করেছে বিশ্বের সেরা দশটি ডকুমেন্টারি, প্রনয়ন করেছে দুটি তালিকা। তালিকার সাথে, তিনটি বাদে সবগুলো মুভির লিঙ্ক দেয়া হলো। আর তিনটির ক্ষেত্রে ট্রেইলারের লিঙ্ক দেয়া হলোঃ
সমালোচক জরিপঃ
1. Man with a Movie Camera, dir. Dziga Vertov (USSR 1929) প্রাপ্ত ভোটঃ ১০০ বিষয়বস্তুঃ সোভিয়েত ইউনিয়নের শহুরে জীবন। সিনেমার স্কোপকে অনেক বাড়িয়ে দিয়েছে এই এক্সপেরিমেন্টাল ডকুমেন্টারি।
2. Shoah, dir. Claude Lanzmann (France 1985) প্রাপ্ত ভোটঃ ৬৮
বিষয়বস্তুঃ হলোকাস্ট। দশ বছরে নির্মিত নয় ঘন্টার ডকুমেন্টারি।
পার্ট টু
পার্ট থ্রি
পার্ট ফোর
3. Sans soleil, dir. Chris Marker (France 1982) প্রাপ্ত ভোটঃ ৬০
বিষয়বস্তুঃ এক প্রবীণ ক্যামেরাম্যান যে বিশ্বব্যাপী ভ্রমণ করেছে, বিভিন্ন দেশ ও জীবন সম্পর্কে তার অভিজ্ঞতা শেয়ার করে একজন ধারাবর্ননাকারিনীর কাছে।
4. Night and Fog, dir. Alain Resnais (France 1955) প্রাপ্ত ভোটঃ ৫৫
বিষয়বস্তুঃ হলোকাস্ট। জার্মান, পোলিশ ও ফ্রেঞ্চ আর্কাইভে পাওয়া ডকুমেন্টস, ফিল্ম ও ফটোগ্রাফের মাধ্যমে সাদাকালোয় অতীতের বর্বরতা। আর শান্ত বর্তমান রঙ্গীনে।
5. The Thin Blue Line, dir. Errol Morris (USA 1989) প্রাপ্ত ভোটঃ ৪৯
বিষয়বস্তুঃ ১৯৭৭ সালে পুলিশ হত্যার দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত র্যারন্ডাল অ্যাডামসের কেইসের তদন্ত ও পুননির্মাণ। অ্যাডামস নিজেকে নির্দোষ দাবী করে।
6. Chronicle of a Summer, dir. Jean Rouch & Edgar Morin (France 1961)প্রাপ্ত ভোটঃ৩২
বিষয়বস্তুঃ একদল সাধারণ প্যারিসবাসীর জীবন।
7. Nanook of the North, dir. Robert Flaherty (USA 1922) প্রাপ্ত ভোটঃ ৩১
বিষয়বস্তুঃ এস্কিমো হান্টার নানুকের জীবন।
8. The Gleaners and I, dir. Agnès Varda (France 2000) প্রাপ্ত ভোটঃ ২৭
বিষয়বস্তুঃ উঞ্ছবৃত্তি। নানান রকমের মানুষ যারা অন্যের ফেলে দেয়া জিনিস সংগ্রহ ও ব্যবহার করে। সিনেমাও কি তাই নয়!
9. Don't Look Back, dir. D.A. Pennebaker (USA 1967) প্রাপ্ত ভোটঃ ২৫
বিষয়বস্তুঃ বব ডিলনের ১৯৬৫ সালের ব্রিটেন ট্যুর। ব্যাকস্টেজ, হোটেল রুম, প্রেস ও পাবলিকের সাথে ডিলিং ইত্যাদি দেখানো হয়েছে।
দেখুন
9. Grey Gardens, dirs. Albert & David Maysles, Ellen Hovde & Muffie Meyer (USA 1975) প্রাপ্ত ভোটঃ ২৫
বিষয়বস্তুঃ একটা নোংরা ম্যানসনে একত্রে বসবাসকারী মা-মেয়ের দৈনন্দিন জীবন। একসময় তারা ছিলো নিউ ইয়র্ক হাই সোসাইটির সদস্য।
পরিচালক জরিপঃ
1.Man with a Movie Camera, dir. Dziga Vertov (USSR 1929) প্রাপ্ত ভোটঃ ২৫
2.Sans soleil, dir. Chris Marker (France 1982) প্রাপ্ত ভোটঃ ২০
3.The Thin Blue Line, dir. Errol Morris (USA 1989) প্রাপ্ত ভোটঃ ১৯
4.Shoah, dir. Claude Lanzmann (France 1985) প্রাপ্ত ভোটঃ১৬
4.Night and Fog, dir. Alain Resnais (France 1955) প্রাপ্ত ভোটঃ ১৬
6.Salesman, dir. Albert & David Maysles & Charlotte Zwerin (USA 1968)প্রাপ্ত ভোটঃ ১২
বিষয়বস্তুঃ একজন মাঝবয়েসী বাইবেল বিক্রেতার গল্প।
6.Titicut Follies, dir. Frederick Wiseman (USA 1967) প্রাপ্ত ভোটঃ ১২
বিষয়বস্তুঃ ম্যাসাচুসেট্স-এর ক্রিমিনালি ইনসেইন-দের জেলখানা
8.Don't Look Back, dir. D.A. Pennebaker (USA 1967) প্রাপ্ত ভোটঃ ১১
8.Man of Aron, dir. Robert Flaherty (UK 1934) প্রাপ্ত ভোটঃ ১১
বিষয়বস্তুঃ পশ্চিম আয়ারল্যান্ডের অ্যারান দ্বীপবাসীদের জীবনের কিছু ঘটনা।
8.Nanook of the North, dir. Robert Flaherty (USA 1922) প্রাপ্ত ভোটঃ ১১
সূত্রঃ বিএফআই
ফেসবুক