হাতের কাছেই হাতিয়ার
গড়তেও পারো, মারতেও পারো আবার হারতেও পারো।
একাকী চলিবার সন্ধি কেউ ভাঙ্গবে না
তুমি তোমার পথে যাও
বাঁধা নাই, দেবে না বাঁধা কখনো কোনদিন এ পৃথিবী।
শুধু দেখে যাবে আর সয়ে যাবে।
জীবনের প্রয়োজনে
পর্বত, সাগর আর কণ্টকাকীর্ণ পথ মাঁড়িয়ে চলা।
হাল হাতে দাঁড়িয়ে থাঁকা নির্বাক
শকুনের মত মত সম্মুখপানে নজর তার,
পাড়ি দেবে জীবনসাগর বাঁধার প্রাচীর-সম ঢেউ আসলে ও
জীবন মাঝির প্রতিজ্ঞা।
তবে কেন?
কেন এমন থেমে যাওয়া পথের মাঝে,
কঠিন দিক্ষা তার উবে যায় কোন সে পাথরের আঘাতে
ডুবে যায় তরী সাগর-মধ্যে।
কঠিন শিলায় কেন ভাঙ্গনের ঢেউ
ছিল যারা জোড়ায় জোড়ায়, আজ তারা কেন হারায় বহুদিনের সাধ,
ভাঙ্গনের ঘোলা জলে।
প্রতিদিন বাস তার,
ফাঁস নিয়ে গলায় নিরবে চলে যাবার প্রত্যয়ে।
আশার ভরসা ছিল যার তা বানের জলে ভাঁসিয়ে।
প্রান্ত-সীমায় তার গন্তব্য
ধ্বংস প্রাপ্যতার ফল গ্রহীতার উপর পৌছায় নিরবে-নিভৃতে।
হাজারো ডাকলেও আর ফিরবে না আর
জীবন গড়ার হাতিয়ার একসময সমাপ্তি এনে দেয়
জীবনের।