ভীষণ ভয়।
চাপা পড়ে মরার ভয়,
জীবনকে ভালবাসি তাই আরো বেশী বেশী,
কংক্রিটের মাঝে পিষ্ট হবার,
অভাব সে তো নিত্যদিনের,
চাপা পড়ে মরার জন্য এত পরিশ্রম করি ?
লোভের তলায় পিষ্ট হই,
প্রতিহিংসা,
ক্ষমতার পণ্য আমরাই,আমরা গরীব,
খেটে খাওয়া শ্রমিক,
প্রতি মুহুর্তে আমরা বেঁচে থাকার জন্য লড়ি।
মুল্য আমাদের নেই,
আমরা মুল্যহীন।
অপদার্থ,
গরীব,
মজুর খাটা শ্রমিক আমরা।
যে বেঁচে থাকার জন্য এত লড়াই,
তার প্রতি অংশে যদি ভয় থাকে,
অসহায়ের মত,
কারাগারে বন্দীর মত,
বন্দী-শালায়
ঘর্মাক্ত পরিশ্রম,
দিন শেষে পেলেও পেতে পারি,
না পেলে উপোষ।
শত ব্যঞ্চনার মধ্যেও বেঁচে থাকতে চাই,
আমরাও মানুষ,
হয়তো বা গরীব,
শ্রমজীবি ,
আমাদেরও বেঁচে থাকার অধিকার নিশ্চয় আছে।
আমরা বাচতে চাই,
সাহস চাই,
ভয় নয়,
ভয়কে জয় করার সাহস চাই,
আমাদের এভাবে মেরো না।
আমাদের কে বাঁচতে দাও।