কমল নগর ও রামগতি বাংলাদেশের দক্ষিনের লক্ষীপুর জেলার দুটি উপজেলা। এখানকার মানুষ এখন নদী ভাঙন আতংকে দিন কাটাচ্ছে। কমলনগরের লাখ মানুষের
আতংক, আর্তনাদ থামাতে চাই। মেঘনার ভাঙ্গন থেকে কমলনগর রক্ষায় জিও ব্যাগে ১০টি বাঁধ দিতে চাই।মেঘনার ভাঙ্গনরোধে জিও ব্যাগে বাঁধ নির্মাণ কাজে ৩ কোটি টাকা প্রয়োজন। এ পর্যন্ত ৩৭ লাখ টাকার অনুদান পাওয়া গেছে। আড়াই কোটি টাকার ঘাটতি। কাজ শুরু করতে এখনো প্রায় কোটি টাকা প্রয়োজন। সভা- সমাবেশ, মতবিনিময়, প্রচার-প্রচারণা, কত চেষ্টা। তারপরও তেমন সাড়া মিলছে না।বাঁধ নির্মান কে কেউ কেউ স্বাগত জানালেও পর্যাপ্ত সহযোগিতা করছে না। অধিকাংশ মানুষ বাঁধ নির্মাণের কাজটি তাদের অবদান রাথার প্রয়োজন মনে করে না। এ বিশাল কর্মসূচী বাস্তবায়ন তারা চায়, কিন্তু তারা কোন অবদান রাখেতে আগ্রহী নয়। অনেকের মত বাঁধ হলে ভাল, না হলে কিছু যায় আসে না। চারিদিকে ষঢ়যন্ত্র আর হাজার রকমের বিরোধিতা অনুদান প্রাপ্তির সম্ভাবনার দরজা-জানালাগুলো বন্ধ করে দিচ্ছে। ।
মুসা ইব্রাহিম পৃথিবীর সর্বোচ্চ চুড়া এভারেস্ট বিজয় করে দেশের জন্য গৌরব ও ইতিহাস রচনা করেছেন। তাতে দেশের মানুষের কিংবা দেশের কি কল্যাণ হয়েছে তা আমাদের জানা নেই।মুসা ইব্রাহিম তারকা খ্যাতি অর্জন করেছেন, মডেল হয়েছেন, দেশের কোটি কোটি শিশু-কিশোর, যুবক-যুবতি, ছাত্র/ছাত্রীর মনে এভারেস্ট জয়ের স্বপ্নবীজ বুনেছেন। তিনি মডেল, আলোচনা অনুষ্ঠানের আকর্ষণ।তাকে সংবর্ধনা,সম্মাননা এবং জাতীয় পদক দিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত ধন্য হচ্ছেন। তার অনুসারী মুহিত, নিশাত মজুমদার, নাজরীন এভারেস্ট জয় করে এসেছেন।
আমরা কিছু হতে চাইনা এবং কিছু পেতেও চাইনা।মুসার মতো কোন অর্জন আমাদের লক্ষ্য নয়। ট্রান্সকম গ্রুপ অর্ধ কোটি টাকা অনুদান দিয়ে মুসা ইব্রাহিমকে এভারেস্ট বিজয়ে সুযোগ দিয়েছেন। আড়াই কোটি টাকা অনুদান দিয়ে বা সংগ্রহ করে মেঘনার ভাঙ্গন থেকে কমলনগর রক্ষায় জিও ব্যাগে বাঁধ নির্মাণ বাস্তবায়ন করবে এমন হৃদয়বান ব্যাক্তি ও প্রতিষ্ঠানের খোঁজে আমরা ক্লান্তহীন ছুটে চলছি।
এ এন এম আশরাফ উদ্দিন(সদস্য সচিব, ভাঙন প্রতিরোধ কমিটি)
তথ্যকর্মী ও চর ফলকন ইউপি চেয়ারম্যান,e-mail:[email protected] মোবইল: ০১৭১৮১১১২৩০(সবাই এগিয়ে আসুন, ইচ্ছা থাকলে তার সাথে যোগাযোগ করুন)