লক্ষ্মীপুরের গডফাদার হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ছেলে অ্যাডভোকেট নূরুল ইসলাম হত্যা মামলায় ফাঁসির আসামি বিপ্লবসহ সবচেয়ে বেশি ফাঁসির আসামিকে মুক্তি দিয়েছেন বর্তমান রাষ্ট্রপতি। স্বাধীনতার পর বর্তমান আওয়ামী লীগের আমলেই সর্বাধিক সংখ্যক ফাঁসির আসামি মুক্তি পায়। ১৯৭২-২০১১ সাল পর্যন্ত ক্ষমাপ্রাপ্ত ২৫ জন ফাঁসির আসামির মধ্যে বর্তমান আওয়ামী লীগ আমলে রাষ্ট্রপতির হাতেই ২১ জন ক্ষমা পেয়েছে। এর মধ্যে এক বছরেই (২০১০ সাল) ক্ষমা পেয়েছে ১৮ জন ফাঁসির আসামি।
গতকাল জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এ তথ্য জানান। স্পিকার আবদুল হামিদ অ্যাডভোকেটের সভাপতিত্বে গতকাল প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।
‘১৯৭২-২০১১ সাল পর্যন্ত রাষ্ট্রপতির ক্ষমায় কতজন ফাঁসির আসামি ক্ষমা পেয়েছে’—ফজলুল আজিমের লিখিত এ প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১৯৮৭ সালে ১ জন, ২০০৫ সালে ২ জন, ২০০৮ সালে ১ জন, ২০০৯ সালে ১ জন, ২০১০ সালে ১৮ জন এবং ২০১১ সালে ২ জন রাষ্ট্রপতির ক্ষমায় মৃত্যুদণ্ডাদেশ হতে ক্ষমাপ্রাপ্ত হন।
উল্লেখ্য, বর্তমান সরকারের আমলে যেসব ফাঁসির আসামি রাষ্ট্রপতির অনুগ্রহে ক্ষমাপ্রাপ্ত হয় তার মধ্যে লক্ষ্মীপুরের বিতর্কিত আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ছেলে এইচএম বিপ্লব অন্যতম। বহুল আলোচিত অ্যাডভোকেট নুরুল ইসলাম হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বিপ্লব গত বছরের ৪ জুলাই রাষ্ট্রপতির অনুগ্রহে ক্ষমা পায়।