মিথ্যে হাসি
কোন এক পড়ন্ত বিকেলে,
অজানা রমণী,
তার ভূবনভোলানো হাসি
দিয়ে ছড়িয়েছিল
স্নিগ্ধতা চারপাশে,
পড়ণে তার শাড়ি
করেছে তাকে আপন,
আরো মায়াবী;
কিন্তু
কেউ কি
চেয়েছিল জানতে
তার কাছে,
আসলেই কি
তুমি খুশি?
নাকি মিথ্যে তোমার হাসি?
অন্যের সুখের জন্যে
নিয়েছিলে নিজের
মনের সাথে আড়ি।। বাকিটুকু পড়ুন
