২০১১ সাল থেকে আমি প্রগতিশীল রাজনীতির সাথে পরিচিত। নিজে কোন রাজনৈতিক দল করি না বাট এই রাজনীতির বিভিন্ন কর্মসূচীর সাথে থেকে বিভিন্ন সময় কর্মসূচী পালন করেছি। কখনো নিজে ছিলাম না কিন্তু কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। কেননা আমার বন্ধু বান্ধবের অনেকেই এই রাজনীতির সাথে সরাসরি জরিত ছিল এখনো কেউ কেউ আছে। ফলে আমি নিজে অংশ না নিলেও সব বিষয় গুলো সম্পর্কেই অবগত হই। এই আলোচনায় বলে রাখা ভালো আমি রাজনীতির ছাত্র। প্রসঙ্গতই এই বিষয় থেকে দূরে থাকা আমার পক্ষে কষ্টকর ছিল।
এবার মূল আলোচনায় আসা যাক। এই আলোচনায় আমি দল ধরে আলোচনা করার প্রয়াস চালাবো। এই ক্ষেত্রে আমি বাম ডান ও সাংকৃতিক সংগঠন গুলো নিয়ে আলোচনা করবো। দল সমূহ হলঃ ১। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ২। সমাজতান্তিক ছাত্র ফ্রন্ট, ৩। বাংলাদেশ ছাত্রলীগ, ৪। জাতীয়তাবাদী ছাত্রদল, ৫। জাহাঙ্গীরনগর সাংকৃতিক জোট প্রধানত। তবে প্রয়োজনে আরো কিছু দলের নাম আসবে। তা সামনে আলোচনা প্রেক্ষিতেই চলে আসবে।
এই দল গুলো সাধারণত সৎ উদ্দেশ্য থেকেই গঠিত হয়েছে। কিন্তু দীর্ঘ দিন ধরে বামদল গুলোর কাজে ছাত্র সমাজের (জনগণের) সংশ্লিষ্টতা অপেক্ষাকৃত কমে গেছে। আর ডানদল গুলো ক্ষমতার রাজনীতির সাথে জড়িত। এদের জনবল আছে কিন্তু তারা অনেকেই ভালো কাজের পরিবর্তে খারাপ কাজই বেশি করে থাকে। আর সাংস্কৃতিক দল গুলোতে নতুনদের আগমন কমে যাচ্ছে। অথচ আমার দেখা বিশ্ববিদ্যালয়ে এরাই সমাজ পরিবর্তনের কথা বলে। মানুষের অধিকারের কথা বলে। এই ক্ষেত্রে ডানদল গুলো তাদের স্বার্থ কেন্দিক কাজ করে থাকে আর বাম দল গুলো মানুষের অধিকার রক্ষার কথা বলে এবং সাংস্কৃতিক দল গুলো সাংস্কৃতিক বিপ্লব বা পরিবর্তনের কথা বলে। কিন্তু ভালো কথা বলার পরেও এদের পক্ষে মানুষ দিন দিন কেন কমে যাচ্ছে? কেন জনবল থাকার পরেও ডানদল গুলো ক্ষমতার রাজনীতি করে যাচ্ছে।এদের আবার সবারই আবার কিছু কিছু ভালো কাজের মানুষ প্রশংসা করছে কিন্তু কেউ এর সাথে যুক্ত হতে চায় না। এখন প্রশ্ন হোল এমন হওয়ার কারণ গুলো কি? আমি আমার এই ধারাবাহিক আলোচনায় সেই বিষয় গুলোই আলোচনা করার চেষ্টা করব। এই ক্ষেত্রে ওদের ভালো মন্দ উভয় কাজেরই কথা হবে। এই আলোচনায় আমি সবার সহযোগিতা চাই।
... চলবে
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৬ বিকাল ৩:৫৯