চিরকুট : দ্রোহ ও ভালোবাসার পত্র
“সাহিত্য বিষয়ক কর্মশালা : ২০১৬”
সাহিত্য-সংস্কৃতি চর্চার চারণভূমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চিরকুট একমাত্র সাহিত্যকেন্দ্রিক সংগঠন হিসেবে সাংগঠনিক চর্চা করে যাচ্ছে। আগামি ১৭ থেকে ১৯ মে পর্যন্ত ৩দিন ব্যাপী প্রথমবারের মতো চিরকুট আয়োজন করতে যাচ্ছে “ সাহিত্য বিষয়ক কর্মশালা : ২০১৬”। উক্ত কর্মশালায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন দেশের প্রখ্যাত কবি সাহিত্যিকগণ। আপনি আমন্ত্রিত।
বিষয়:
১৭ মে
১. ছন্দ অলংকার ও বাংলা কবিতা- ছড়াকার জুলফিকার শাহাদাৎ
২. কাব্য: রস, রসিক ও রসিকতা- জাভেদ হুসেন (গবেষক)
১৮ মে
৩. উপনিবেশ উত্তর আফ্রিকান ও বাংলা কবিতা- কবি শামীম রেজা
৪. প্রসঙ্গ: সমসাময়িক কথাসাহিত্য- ঔপন্যাসিক ও কবি রায়হান রাইন
১৯ মে
৫.শিল্প দর্শন বা কাব্য দর্শন- বেনজীন খান (গবেষক)
৪৫তম ব্যাচের নবীন বরণ- ২০১৬
সময় ও স্থান
প্রতিদিন বিকেল ৩টা, ১১৮ নং কক্ষ, দর্শন বিভাগ, নতুন কলা ভবন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
রেজিস্ট্রেশন ফি : ১০০ টাকা (যে কোন বয়সের আগ্রহীগণ আবেদন করতে পারবেন)
আবেদনপত্র প্রাপ্তিস্থান : ক্যাম্পাস কম্পিউটারস (বটতলা), ওয়েসিস (ডেইরী গেট), সমাজবিজ্ঞান ও নতুন কলা ভবনের ফটোকপির দোকান।
আবেদনপত্র নেওয়ার শেষ তারিখ ১৪ মে ও জমাদানের শেষ তারিখ ১৬ মে।
বি: দ্র: অংশগ্রহণকারীদের কোন সনদপত্র দেওয়া হবে না।
আহ্বায়ক
তানজিলা হক তানি
সার্বিক যোগাযোগ
চিরকুট, ১৮ নং কক্ষ, টিএসসি, জাবি
০১৭৫০৮৭৯৪৭৭, ০১৫৫৮১৯৩২০০
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ সকাল ৯:২৬