১
আমি কবি অথবা কামুক
তুমি কামুক অথবা কবি
কামসূত্র আমার তোমার জীবন।
৬.১১.১৫
২
কাম তোমারে দখলে নিলো গত বর্ষায়
তারও একযুগ আগে আমি কামদেবের পার্মানেন্ট দাস
আজ আমরা শুধু কামদেবের পূজারী
অন্য সব প্রভুরা বিদেয় হলো শেষ আশা ছেড়ে গেলো-বছর
এই দাসেদের সেবা কবুল করো প্রভু কামদেব।
৭.১১.১৫
৩
কবিতার তাড়নায় কবি পাগল
কামের তাড়নায় কামুক
কবি আর কামুক চিন্তায় পাগল
তোমার পাগল সবাই।
কামের কাছে কবি গোলাম
কবির কাছে কামুক
কবি আর কামুক কামের গোলাম
তোমার গোলাম সবাই।
৮.১১.১৫
৪
তোমার কথা মনে হলে
কামের কথা মনে পড়ে
কামের কথা মনে হলে
তোমার কথা মনে পড়ে
তুমি আর কাম সমার্থক সমর্পণ।
আমি তোমার হাতে নিজেকে সমর্পণ করি
আমি কামের কাছে নিজেকে সমর্পণ করি
কাম আর তুমি সমার্থক জীবন।
৯.১১.১৫
৫
আমি তো তোমারই দাসÑ প্রেম
আমি তো তোমারই দাসÑ কাম
প্রেম আর কাম এক প্রাণ আমার
প্রেমের নাও বাইয়া নেয় কাম
আর আমার নাও বাইয়া নেও তুমি।
১০.১১.১৫
৬
নিমেষেই নিঃশেষ হয়ে যায় কাম
তাতে মরমে জায়গা করে নেয় প্রেম
কাম শেষ হলে প্রেমের যাত্রা শুরু
আর প্রেমের চূড়ান্ত প্রকাশ কামে
আমি প্রেমকে পেতেই কামকে বেছে নেই
প্রেমের জন্যেই আমি কামে নিঃশেষ হই
আমি কাম জ্বালিয়ে খাই নিতান্ত প্রেমের আশায়
প্রেমের দিশা পেতেই আমি কামের ইবাদত করি।
১১.১১.১৫
৭
নিতান্ত প্রেমিক সেই, যে কামে মগ্ন
কাম থেকেই প্রেমের জন্ম
তবে কোনো প্রেমিকই কামের আশায় প্রেম করে না
বরং প্রেমের আশায় কামের বিস্তার
কাম তাই প্রেমের পূর্বশর্ত।
১২.১১.১৫
৮
প্রকৃত প্রেমিক সেই যে কামে সফল
কামের সফলতাই প্রেমের সফলতা
‘কাম ছাড়া প্রেম যথাতথা’
কামকে যে অস্বীকার করে
প্রকৃত অর্থে প্রেমকেই সে অস্বীকার করে।
‘কাম হলো প্রেমের লতা’
প্রকৃত প্রেমের স্বাদ তখনই সম্ভব
যখন আসল কামের আস্বাদ মিলে।
১৩.১১.১৫
৯
শুদ্ধ প্রেমিক প্রেমের আশায়
কামের তাবিজ গলায় পরে
প্রেমকে মানে সমাজ-ধর্ম
কামের বেলায় বায়না ধরে
কাম ছাড়া প্রেম মিলবে না রে
প্রেমের অভাব বিশ্বজুড়ে
প্রেমের আশায় তাই তো আমি
কামের গোলাম এই সংসারে।
১৫.১১.১৫
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১১