গতকাল শাহবাগে আমরা যখন সমাবেশ শেষ করব বলে সিদ্ধান্ত নিলাম, শাহবাগ থানার পরিদর্শক হাবিল হোসেন আর ওসি সিরাজুল ইসলাম অতর্কিতে ছাত্রদের উপরে হামলা করে। তারা মাইকের তার ছিড়ে ফেলে আর যাকে সামনে পায় তাকে বেধড়ক মারপিট করে। এই দুজন ব্যক্তি মুলত বাছবিচারহীনভাবে নির্মম ভাবে ছাত্রদের আক্রমন করে। এদের এই বর্বর হামলার দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা।
এই ঘটনা নতুন না, আমাদের দেশের প্রায় স্বৈরতান্ত্রিক সংবিধান পুলিশ বাহীনিকে দলের লেজুড়ে পরিনত করার সুয়োগ দিয়েছে। যে সরকারই আসুক তারা প্রশাসনকে তাদের স্বার্থে ব্যাবহার করার সুযোগ পায় আমাদের সংবিধানে প্রদত্ত প্রধানমন্ত্রীর একনায়কতান্ত্রিক ক্ষমতার কারনে। আন্দোলন দমনে যথেচ্ছারভাবে পুলিশকে ব্যাবহার করা নিশ্চিতভাবেই রাষ্ট্রের অগণতান্ত্রিক চরিত্রকে আরো প্রকট করে তুলবে।
গতকাল ভি.সির সাথে কথা বললাম আমরা, তিনি আবারো বলছেন এই সিদ্ধান্ত বদলাবেন না তিনি। ভালো কথা, আমরা আপনাকে এই প্রজন্মের ছাত্র আন্দোলনের দুর্বার চরিত্রের সাথে পরিচয় করিয়ে দেবো।
আমরা ফিরছি না,দাবি আদায় না করে আমরা ঘরে ফিরে যাচ্ছিনা।