ভেবেছিলাম আর কোন অন্যায্য রায় না হওয়া পর্যন্ত গনজাগরণ মঞ্চ আলোচনার বাইরে থাকবে। গতকালের ঘটনায় এককথায় হতভম্ব হয়ে গেলাম, এবং রাজাকারদের সর্বোচ্চ বিচারের দাবিতে গড়ে ওঠা এই মঞ্চ দুঃখজনক কায়দায় আলোচনায়ও আসলো...
পরশু দিন গরম পানি ছুড়ে মারা সংক্রান্ত ঘটনায় গণজাগরণ মঞ্চ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড গতকাল শুক্রবার শাহবাগে পাল্টাপাল্টি কর্মসূচি দেয়। কেননা উভয় পক্ষই নিজেদের নির্যাতিত, অপর পক্ষ দ্বারা আহত বলে দাবি করে।
মঞ্চের সেই দিন অনেক আগেই গত হয়েছে, সব সময়ে ক্ষমতাসীন দলের দায় এড়িয়ে যাবার আত্মঘাতী কৌশলের কারণে জনগনের কাছে এই প্লাটফর্ম একটি সরকারী মহড়া ব্যাতিত আর কিছু বলে জনগনের কাছে ঠাহর হয়না।
গত বিকেলে এক সময়ের হাজার হাজার মানুষের মিছিল করা গনজাগরণ মঞ্চ যখন ৫০ বা ৬০ জন নিয়ে আজিজ মার্কেটে সামনে পৌছালো, পুলিশ যে যাকে যেভাবে পারল মারল। কাউকে রাইফেলের বাট দিয়ে বাড়ি দিল, কাউকে বুট দিয়ে সর্বশক্তি দিয়ে লাথি মারল। বাধন ভাইকে পুলিশ বর্বর কায়দায় সর্বশক্তি দিয়ে পুলিশ রাস্তায় ফেলে মারল। প্রচন্ড ব্যাথায় তিনি এত লোকের মধ্যে কেদে ফেলেছিলেন। যে পরিমান ফটোগ্রাফার তার ছবি তোলায় ব্যাস্ত হয়ে পড়ল সেটাকে ছোট খাট মানব বর্ম বলা যেতে পারে। মনে হইল তাকে যে কেউ উঠাবে সে সুযোগ আলোকচিত্রীগণ দিতে নারাজ। এভাবেই সন্ধ্যা নামল শাহবাগে...
একটু পর শোনা গেল মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের দুজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ তাদের মধ্যে একজনকে টানা হেচড়া করে পাঞ্জাবী ছিড়ে ফেলেছে পুলিশ।
থাবড়া দিয়ে হেফাজতের হাজার হাজার লোকের কান বয়রা করে দিয়েছে যে দল, বিরোধী প্রধান শক্তিকে রাজধানীতে মিছিল করতে ভয় পাইয়ে দিয়েছে যে দল, তাদের বোধহয় আর এই ৫০ বা ১০০ লোকের লাগাতার ঘ্যানঘ্যান ভাল্লাগতেছে না। তাই হয়তো এই শর্টকোর্সের প্রয়োগ।
৭১ পরবর্তী সময়ে গত ৪৩ বছরে রাজাকারদের যে বিচার হয়নি তার দায় সব সরকারের এই কথা জোরের সাথে বলতে পারতে হবে, পাকিস্তানের উদ্ধতার প্রতিবাদে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রনালয় ঘেরাও করতে হবে, বাকী সকল রাজাকারদের রায় এবং তা কার্যকর করা নিয়ে যে কালক্ষেপন করছে সরকার তা নিয়ে স্পষ্ট অবস্থান নিতে হবে।
গতকালের ঘটনার বিচার চাই, দোষীদের শাস্তি চাই।
আওয়ামীলীগের সাথে প্রানের বন্ধুত্ব রেখেই দাবী আদায় করতে চান তাহলে শর্টকোর্স সামনে আরো আছে, কেননা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড টাইপ সংগঠন আওয়ামীলীগের আছে অগণন। তাদের যে কেউ একজন এসে কালকে আবার হয়তো আপনাদের গায়ে গরম কেতলি ছুড়ে মারবে......
যদিও বন্ধুতে বন্ধুতে মারামারি বাধলে রাগ করতে নেই!!!