সুন্দর ছিমছাম শব্দে গাঁথা একটা কবিতা পড়ার অনুভূতি, উঠানে পাওয়া অমরাবতী সম!
কেউ কবিতা লিখে, কেউ হৃদয় আঙিনা সাঁজায় শব্দেশব্দে, কেউ বা অন্তর বেদনার নৈবদ্য। ব্লগার দিশেহারা রাজপুত্র লিখেন জুঁইফুল!
কবি শুভ্র সরকার তার প্রথম কবিতার বই 'ঈর্ষার পাশে তুমিও জুঁইফুল' এ পাঠকদের জন্য জুঁইফুলের নৈবদ্য সাজিয়েছেন। 'ঈর্ষার পাশে তুমিও জুঁইফুল'— আমার প্রথম কবিতার বই এবং কিছু আলাপ এই পোস্টে বিস্তারিত পাবেন।
আমার কাছে চমৎকার একটা কবিতা শঙ্খের মত, ভোরের শিউলির মত! এর মত ! ওর মত !!
আমার কাছে একটা অপূর্ব কবিতা, ভালোলাগার শব্দমালা কী !! সে না হয় কবিতাতেই লিখলাম।
শঙ্খশব্দ
=========
অযাচিত কত যে শব্দ বুনে চলেছি প্রতিদিন ;
নিত্যকার গানে গল্পে কল্পনায় আর অপারগতায়।
কত অকুণ্ঠ অনুনয়, অভিযোগ অভিযোজন আর অনুরাগে বিরাগে।
শব্দে শব্দে সিঞ্জন কতই না আয়োজন!!!
তবু ও শঙ্খ শব্দের দেখা মেলে না নিত্য
যে শব্দ অভিমান ভাঙায় -
লুটুপুটি ডিগবাজী আনন্দে ছলকে উঠা
কাঁখের কলসের হিম কলজে জল ছিটায় ডাঙায়।
নিস্তার অচলিত আঁধারে ডুবে যাওয়া হতাশ মন কে
চমকিতে চৌকশ চাঁদোয়া দেয়, সেসব শব্দ।
মেঘ মাল্লারে ফটিক জল বর্ষায় মন মন্দিরে
নিমেষেই মরুর বুকে ফল্গুধারা আনে রিনঝিন দ্যোতনা।
শব্দেরা যে নিজেরাই দারুণ অভিমানী-
নুয়ে থাকা একরোখা আর অহংকারী
কিছুতেই কাউকে কাছে ,পাশে ঘেঁষতে দিতে চায় না
সবটুকুতেই চায় তার তার সুবাস, আশ্বাস দীর্ঘশ্বাস।
শঙ্খ শব্দেরা হৃদ ছুঁয়ে থাকা প্রেমিক;
জলে জলে জলতরঙ্গ, উন্মনা ভ্রমরের উচাটন মন।
পুঁইগোটা রঙে সাজা প্রেয়সীর পঁইছা ।
মগ্নচৈতন্যে মউমউ মঞ্জরা।
আকাঙ্ক্ষিত আবেশিত শব্দদল-
সন্ধ্যার বাতাসে ঘোরলাগা মৌলী সুবাস
ভালোলাগায় মরে যেতে চাওয়ার মত শূন্যতা ;
আর ভোরের শিশিরের আদরে আদরে ঝরে পরা শিউলি।
মনিরা
০১-১০-১৮
কবিতা' টি এই ব্লগের সমস্ত কবিদের উৎসর্গ করলাম!! আপনারা ও মন্তব্য লিখতে পারেন , আপনাদের কাছে অসাধারণ একটা কবিতা পাঠের আনন্দ কতটুকু !!!
সবাই কে সাপ্তাহিক ছুটির শুভেচ্ছা , আনন্দময় দিন হোক কবিতার সাথে , আলস্য মিশে থাকুক কবিতার ভাঁজে।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬