জাহিদ অনিক এর " অনন্যোপায় " কবিতার অনুভবে, কবিতায় উত্তর।
গুনতি'তে বেশ হাত পাকিয়েছ আজকাল !
স্তব্ধ দুপুরের নিঃশ্বাস ছুঁয়ে বলে দিতে পারো, রাতের অভিসারের শিহরন।
হাতের রেখায়, চোখের কারুকার্যে যে হৃদয় পড়তে জানতে না ;
দীর্ঘশ্বাসের দ্রাঘিমা আঁক তার ঠিকঠাক।
খুব জানো, মরাল গ্রীবা বাঁকিয়ে যতই চলুক ডুবেছে সে হাঁটুজলে
আনত দৃষ্টি খুঁজে বেড়ায় পথে জমে থাকা শামুক।
দিনশেষে খুঁটে খুঁটে জমা করে ক্যাবোল তোমার ফেলে যাওয়া ধূলিকণা
শব্দ তৃষা বুকে নিয়ে পাড়ি সে দেয় কত আকাল।
জলবিম্ব দর্পনে সুখের ছবি’তে মুগ্ধতা তোমার কবি
সে দেখা' ই আচঁলের বলে ভ্রম হয় ।
অযুত বিম্বতা' ই মোবারক তোমাকে ;
- কাছে আসার
- নি:শ্বাসে দগ্ধ হবার
- পোড়া সুখ নাই বা নিলে ।
কোন এক অস্ফুট উচ্চারনের দিগন্তরেখা
ধ্রুবতারা করে রেখো হাতে; যতনে আদরে শিশিরে সোহাগে।
অসহ্য অশ্রাব্য সুখের ফিসফিসানী এ জন্মে নয়।
মধ্যরাতের গাঢ় নিদ্রার প্রগাঢ়তা করে যে রেখছিলো তোমায়।
সে ভুল ছিল !
যে প্রগাঢ়তা, নতদৃষ্টির আর্দ্রতায় সমস্ত টা জুড়ে তীক্ষ্ণ ঝিঁঝিঁ 'র ঝুমঝুম !
সেই সুখে নেই আজ অধিকার।
জেনে রেখো কবি -
প্রেমিকা যখন পুঁই গোটা রঙ অধর সাঁজায়
নাকে এসে লাগে বহুদিনের ভাবা সমুদ্র নোনাজল গন্ধ ;
সে প্রহরে সে জলে জলে জমা রাখে শিশিরের স্নিগ্ধতা ।
অতটুকু আবদারের আর্দ্র মহুয়া , যে ওমে রাখে ; বড্ড ধীর বিলাসিতায়
তাকে ধরা পড়ে যাবার দোহাই দিতে নেই কভু।
জোড়া চোখের মায়া তাতে লেগে থাকে -
আসমুদ্র হিমাচল।
অতখানি অবহেলে অবগাহনের সুখ নিতে নেই ;
নিত্যকার চালডালে আটপৌড়ে করে-
অযাচিত ভালোবাসায় সিক্ত হয়ে, অবহেলে ঐ চোখে চোখ রেখো না !
ফেরানো দৃষ্টির শূন্যতায় উন্মাদ হতে হবে !
মনিরা
০৪-১১-২০১৮
বেশ কিছুদিন থেকে ব্লগীয় মিথস্ক্রিয়ার চমৎকার কিছু লেখা পাচ্ছি , নুর ভাই যেমন অসম্ভব আন্তরিকতায় সবাই কে ডাব , চা এ আপ্যায়ন করেছেন, পদাতিক চৌধুরি ভাই শারদ ছুটির উৎসব আনন্দ ভাগাভাগি করলেন আমাদের কে দারুণ এক চিলকা ভ্রমণ অভিজ্ঞতায়। শায়মার গ্রাফোলজীর মন্ত্রে আখেনাটেন এর অসাধারণ রম্য এবং মলাসইলমুইনা ভাইয়ার ডুডুলজি নিয়ে সাতকাহন। সব কিছুই চমৎকার ব্লগিং সময়ের উদহারন হয়ে থাকবে। অতসব দারুণ পোস্ট দেখার পর মনে হল, কবিতা'র দিক টা বাকি রয়ে গেল। যেহেতু ব্লগে মাঝে মাঝে কবিতার ব্যানারে আমার কিছু অ-কবিতা দিব্যি চালিয়ে দিয়েছি, তাই সাহস করে আমাদের বর্তমান ব্লগের সবচাইতে সম্ভাবনা ময় উদীয়মান কবি জাহিদ অনিক এর " অনন্যোপায় " কবিতার একটা উত্তর লেখার চেষ্টা করলাম। কতটুকু উত্তর আর কতটুকু কবিতা হয়েছে সে পাঠক আপনারা আর কবি জাহিদ অনিক বলতে পারবেন। আমি তো লিখেই ধন্য হয়েছি। সকল ব্লগারদের সব সময়ে ভালো থাকার শুভ কামনা।