মাঘ কুয়াশার কনকনে বাতাসে বিরহ সুর, সাথে ভোরের পাতায় রোদের ঝিলমিল আর মনে The Lonely Shepherd,
অজস্র অগণিত ঝরে যাওয়া শিউলিও দ্যুতি ছড়াচ্ছে আপন আভার
যেন শেষরাতের চন্দ্রমা থেকে নিংড়ে নিয়েছিলো ভালোবাসার শেষ আদরটুকুর উত্তাপ।
কাল রাতের ঝরে যাওয়া শেষ হলদে পাতাটিকে আমি বললাম;
জানো, আমারও ছিল উচ্ছ্বাস হতে চাওয়া এক জাদুকর!
তোমাকে কী নামে লিখি, কোন ভাবনার জলকাব্যে তোমাকেও ভাবাই অনন্ত আবেগের ঢেউয়ে?
সকালের সোনারোদে নাইতে আসা মাছরাঙার রূপের ঝলকও বড্ড ম্লান, দেখো!
নীলফুল প্রজাপতি চাপল্য, পিয়ানোতে ইয়ান্নী, আজ সব ভেসে যায় দীর্ঘশ্বাস মেঘ হয়ে!
মিষ্টি ওম জড়ানো সূর্য দুপুরকে লিখে দিলাম;
জানো, আমারও আছে উচ্ছ্বাস হতে চাওয়া এক জাদুকর!
একজোরা বনটিয়া সবুজ সরষেপাতা উচ্ছ্বাসের উজ্জ্বলতা নিয়ে হলুদ ফুলের ডালিতে সাঁজায় মউ,
বুলবুলি প্রেমে উন্মনা হয় এক ছটফটে চন্দনা বউ;
কালো ভ্রমরও মালতী বিলাসে ঠিক সন্ধ্যা নামার জানালায় বিলায় রূপকথা আলোর ঝিলিক
রোদসীকে কামনায় ঝিনুকও বালিয়াড়ি খোঁজে, মুক্তা ফলিয়ে হতে চায় উর্বর পাললিক।
আর আমি পৌষ পার্বণে মধ্যদুপুরে ঢেঁকির সুখানভুতির সুরকে কানে কানে গুনগুন করে জানাই;
জানো, আমার ঐ ফুল তোলা জামার ভিতর ছিল উচ্ছ্বাস হতে চাওয়া এক জাদুকর!
অবারিত ধানক্ষেতের সোনালু আভার নাচনে শালিক ফিঙে আর কৃষাণীর বুকে কামনা গন্ধের মৌতাত,
বিলাসী মাধবীলতা, দেখো আমার আঙিনায় কাঁঠালচাঁপা তেজপাতা ঘ্রাণে এক বিকেলের শূন্যতার বেহাগ।
ঝুপ করে নেমে আসা নীল টিপ সাঁঝ বলো তোমাকে ক্যামনে বোঝাই?
পিলসুজের আঁধার কে ভালোবেসে অবেলার হু হু করা শূন্যতার প্রদীপও জ্বলে অহংকারী আর ঠিক ততটাই উজ্জ্বল;
যেমন শীত রাতের নিস্তব্ধতা ভেঙে ফেলে কিছু আভিসারি সারস দল,কমল কোমল কমনীয়তায় প্রবল।
কোজাগরী পূর্ণিমায় আনন্দ সঙ্গমে ডোবা জোনাকিরে ডেকে বলি একবার
বাসি আলতার ফিকে রঙ, ডুরে তাঁত লুটানো আঁচলে নিঃসঙ্গ একঘেয়ে ঝি ঝি কে কান্নায় চাঁপা ডালি উজার করে নত মুখে কই বার বার ;
আজ কাছে নেই আমার সেই উচ্ছ্বাস হতে চাওয়া সেই জাদুকর!
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:২২