প্রতিদিন ফুরিয়ে যাওয়া এক ছোট্ট জীবনে
আমি জীবনানন্দের কবিতায় রয়ে যেতে চাই
পৃথিবীর সব চাইতে রূপবতী দীঘিতে কলমির গন্ধ ভরা জলে আঁচল মেলে গল্প
চৈতা দুপুরগুলো খলসে মাছের আনন্দে লুটুপুটি আর ওদের রূপ মোহগ্রস্থ হওয়া ।
একটু হাওয়াতেই ভেসে বেড়ানোর শুকনো বাঁশ পাতার মত নিরিবিলি নির্জনএকটা জীবন চেয়েছিলাম আমি
কচুরিপানা হেলেঞ্চার মত স্বচ্ছ জলে ভেজা শেকড় নিয়ে !
পুঁই গোঁটা র রঙে উঠোন আলপনা করব ভাত ঘুমের আলসে দুপুরে
চমকানো তক্ষকের ডাক ও থাকা চাই তাতে
কখনো বা অজানা এক স্টেশনে নেমে যাব নির্জন এক ট্রেন হয়ে
শ্রাবণের ভেজা উথাল বাতাসে চাদিয়াল ভাসিয়ে অপেক্ষায় থাকা কিশোরের মন ছুঁয়ে ।
সকল প্রেমিকের প্রতিদ্বন্দ্বী হতে চাওয়া আবুল হাসানের কবিতাই চাই আমার মন পিদিমের মাটি তেল করে
যেমন সে লিখেছিল
“ চলে গেলে তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবো আমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি "
হাসানের কবিতার চরণে হাত রেখে
ঝিনুক এর কাছে নীরবে সয়ে মুক্তা ফলাবার মন্তর শিখে যাব নিরন্তন
জীবনের জয়গানের ডম্বরু বাজাব আর হব বহুদিন আগের বুক ভরে নেয়া বাসী বকুলের ঘ্রাণে মোহিত।
রোদে ভেজা চুলে আমি ই হতে চাই কবি আবুল হাসানের প্রেমিকা
অসহ্য সুন্দর এই পৃথিবীতে হেলাল হাফিজে কবিতার সাথে সখ্যতা করে
আমি শিমূল মুস্তাফার কন্ঠে র জাদুতে অন্তত একটা রাতের ভোর দেখবো
যুঁই চামেলি হাস্নেহেনায় মগ্ন থেকে তোমাকে উপেক্ষা করে
জলে জলে শব্দ তুলে লাজুক চঞ্চুতে রাখতে চাওয়ার ইচ্ছার গল্প শুনে তুমুল এই বর্ষা টা কাটাবো ।
ব্যাকুল শর্ত বিহীন নত হতে চাই আমি ও ভালোবাসায়
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২২