এই এক অবেলার শূন্যতা গুলো কে ভাঁজে ভাঁজে তুলে রাখি-
বুকের মেহগনি কাঠের বাহান্ন চৌখুপীতে।
মালশ্রী রাগের এই প্রহরে শুধুথাকে আজ অপ্রাপ্তির খেড়োখাতারা-
উপচে পরা অভিমানের খেয়াতে।
সোনালী ডানার নার্গিস ছুঁয়ে ভালোবাসায় অবগাহনের সুবাস;
যোজন দূরত্বের অনলে পোড়া একলা ছায়া দুটি নীড় খুঁজে পাক অনুভবের অনুরণনে।
বুনো সারসের পালকের যে চন্দ্রমাক্ষণ দ্বৈতরথে ছুটিয়েছি অবিরাম
থাকুক না হয়ে অতলান্তিকের ফল্গুধারায় উন্মন এক নাম।
দামিনী হৃদয় ক্ষণে ক্ষণে তরঙ্গ সম উথলিত শিহরণে কাঁপে তাঁরি অপেক্ষায়
আকাঙ্ক্ষা গুলো ও নিলয়ের খোঁজে ঠাই যাচে আজ প্রিয় জোনাকির ধাম ।
বিহ্বলতার নিশ্চুপ দিনে ঝিনুক নির্লিপ্ততায় মিলনের মুক্তা সাঁচি সেই প্রিয় মুখ
প্লাবিত প্রেমের নাম দিয়েছি আটপৌরে সুখ;
বেহাগ সুরের এই বিরহ ক্ষন দীর্ঘ থেকে দীর্ঘতর হয় যত
দৃঢ় তত নার্গিস সুবাস আর ধ্রুপদীর অপূর্ব বন্ধনের যূথ ।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৮ রাত ১২:৩১