বিপনন কিংবা তোমাদের সহজতর ভাষায়
মার্কেটিং এর ছেলেগুলো,
কি হাসি খুসি,কি চাকচিক্য
পোশাকী বাহারে কিংবা
তোমাদের ফেইসবুকের ছবিতে ।
তোমরা এটাই দেখলে ,দিলে
হাজারো লাইক শেয়ার ।
শুধু, দেখলেনা সারা দিনের ঘামগুলো,
স্তরে,স্তরে কষ্টের,শ্রমের
মানুষিক চাপগুলো ।
শুধু দেখলেনা ,
যোগ্য,অযোগ্য শত মানুষের কথায়
ক্ষত হওয়া মনগুলো ।
দিন শেষে হয়তো
তালি দিলে , আর
তোমাদের প্রাসাদের দু'টো ইট বাড়ালে
তার শ্রমের টাকায় । শুধু
খবর নিলেনা তার ঘর আছে কিনা ।
টাই পরা গলায় তার মালা দিলে,
দেখলেনা টাই এর নিচে
চেপে ধরা শত মানুষের হাতের ছাঁপ
যা সহ্য করে সে
খুশী রেখেছে তোমাদের
কর্পোরেট দুনিয়াকে ।
বিপনন কিংবা মার্কেটিং এর মানুষগুলো,
তোমরা তাদের হাসিই দেখলে,
দেখলে তোমাদের দুনিয়ার/পরিবারের
সব চাহিদাই সে মিটালো পাই পাই করে
শুধু দেখলেনা,
স্নানের ঘরের ভেতর
মিঠা পানির সাথে মৃদ্যু মৃদ্যু
লোনাজল মিশ্রিত জলগুলো ।