বেশ কিছুদিন ধরে পত্রিকা আর টিভি চ্যানেল গুলোতে সমুদ্র পথে মাটির মায়া ,জীবনের মায়া ত্যাগ করে পালিয়ে যাওয়া মানুষের খবর দেখে একটি প্রশ্নই বার বার জাগে ,এরা কেন পালিয়ে যাচ্ছে নিশ্চিত মৃত্যু জেনেও ।হাজার হাজার মানুষ ,কোলে বাচ্চা নিয়ে পালাচ্ছে,অন্তঃসত্ত্বা মহিলা পালাচ্ছে ,পালাচ্ছে শিশু,বৃদ্ধ দলে দলে ।তাদের চোখের সামনে মানুষ মরছে ।মূমুষ মানুষকে ফেলে দিচ্ছে সাগরে , তারপরও তারা ফিরবে না এ দেশে , জান যাবে,পেট কেটে সাগরে নিক্ষিপ্ত হবে তবু ও যাবে , এ দেশে থাকবে না । কি কষ্ট তাদের ।এখন তো বৃটিশরা নেই যে,নীল চাষ না করলে পিঠে চাবুক মারবে ,নেই পাকিস্থানী হানাদার যে , অধিকার কেড়ে নেবে ।তবুও মানুষ পালাচ্ছে দলে দলে মৃত্যু নিশ্চিত জেনেও ।
কিন্তু কেন ?
শুধুই কি মানব পাচার কারীদের প্রলোবনে ।আমাদের সীমান্ত রক্ষী আছে ,আমাদের পুলিশ আছে ,আছে সমু্দ্রের টহলরত বাহিনী ।এত বাহিনীর চোখ পাকিদিয়ে হাজার হাজার মানুষ যায় কি করে । বাহিনীগুলো ঘোষনা দিয়ে সরকার রক্ষায় যতটা তৎপর ততটা যদি দেশ আর মানুষ রক্ষায় তৎপর থাকতো তবে কি কোন পাচার কারীর পক্ষে একটা মানুষ ও পাচার করা সম্ভব হতো?
মানুষ কেন যাচ্ছে ? তবে কি মানুষ সুখে নেই ?
এ মানুষ গুলো কারা , এরা কি ভোটের দিনের ভোটার নয় ? এদের হাতেপায়ে ধরে কি ভোটটা চাননি ? এদের জিম্মাদারী কি আপনারা নেননি ? তবে তারা পালাবে কেন ?
আপনারা কিছু সংখ্যক মানুষের বেতন কাঠামো পরিবতন করে যদি মনে করি অনেক করেছি তা হবে ভূল , তাতে সামাজিক ভারসাম্য নষটই হবে । দেশের কোটি কোটি মানুষের কোন স্কেল নেই । নেই দ্রব্য মূল্যের সাথে সামজ্যস্য বেতন কাঠামো ।না আছে বাসস্থাদের সুব্যবস্থা ।এভাবে চলতে থাকলে এক সময় নিম্ন মধ্যবিত্ত আর মধ্যবিত্তরাও উঠে যাবে সমুদ্রের অযানায় পাড়ি যমানো সেই নৌকায় ।
১. ১৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:০১ ১
আপনি খালদা জিয়া বা শেখ হাসিনাকে ভোট দিয়ে এই অবস্হার সৃস্টি করেছেন; এখন বকবর বকর করছেন?