আজ আপনাদের বলব কিভাবে কোনো প্রকার সফটওয়ার ছারাই ফোল্ডার লক করবেন
ফোল্ডার লক এবং আন-লক করার জন্য আপনার নোট প্যাড দিয়ে দুইটা ব্যাচ ফাইল বানাতে হবে।
ব্যাচ ফাইল তৈরী করার পদ্ধতি
প্রথমে Strat< >Programs< >Accessories< > Notepad খুলেন
লক ব্যাচ ফাইল তৈরী করার পদ্ধতি -
প্রথমে একটি নতুন নোট প্যাড খুলে নিছের কোড কপি করে পেস্ট করুন। এবং নোট প্যাডটি lock.bat এই নামে Save as করুন।
ren lock lock.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
ইচ্ছে করলে lock লেখাটা আপনার পছন্দের নাম ব্যাবহার করতে পারেন।
আন-লক ব্যাচ ফাইল তৈরী করার পদ্ধতি -
প্রথমে একটি নতুন নোট প্যাড খুলে নিছের কোড কপি করে পেস্ট করুন। এবং নোট প্যাডটি Unlock.bat এই নামে Save as করুন।
ren lock.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} lock
ইচ্ছে করলে lock লেখাটা আপনার পছন্দের নাম ব্যাবহার করতে পারেন।
এখন যে ফোল্ডারটি লক করবেন তার নাম দিন Lock । (পরে আপনার ইচ্ছা মত পরির্বতন করতে পারবেন)
যে ফোল্ডার লক করবেন মানে Lock নামের সেই ফোল্ডারের পাশে lockএবং Unlock ফাইল দুটি কপি-পেষ্ট করুন
এবার lock ফাইল এ ডাবল ক্লিক করলে আপনার ফোল্ডারটি লক হয়ে যাবে এবং Control Panel Folder হয়ে যাবে। তার ভেতরের ফাইল কেউই দেখতে পারবে না।
এবং Unlock ফাইলে এ ডাবল ক্লিক করলে আপনার ফোল্ডারটি আন-লক হয়ে যাবে এবং তার ভেতরের ফাইল আবার ফিরে আসবে।
LockওUnlock ফাইল ডাউনলোড করতে পারেন এই খান থেকে
সবাই ভাল থাকবেন এই শুভ কামনায়.......
পোষ্টটি একেই সাথে এই যায়গায় প্রকাশিত হয়েছে