আমি তোমার কবিতা হতে চেয়েছিলাম!
শরতের কাশবনের আঁচড়ে পড়া ঢেউয়েরঠিক মাঝখানটায়
ঠায় দাঁড়িয়ে ছিলাম
তোমার কবিতা হতে চেয়েছিলাম বলে!!
ঝুম বৃষ্টিতে ছাতাটা ছুঁড়ে ফেলে
ঝিরঝির বৃষ্টির ফোঁটাগুলো নিজের ভেতর ধারণ করে
বৃষ্টি পরী হয়ে তোমার মনে ছন্দের জোয়ার এনে দিতে চেয়েছিলাম !
আমি তোমার কবিতা হতে চেয়েছিলাম বলেই !
পাখিদের নীড়ে ফেরা শেষ বিকেলে
গৌধুলীর শেষ আভাটুকু মিলিয়ে যাওয়া মূহুর্তটুকু পর্যন্ত
মায়াময় রংটুকু ধারণ করে মনে ,
ছিলাম তোমার কবিতা হওয়ার অপেক্ষায় !
কবিতা হওয়া হয়ে উঠেনি তোমার
হয়তো সেই যোগত্যটুকু ছিলনা বলেই
কিংবা তোমার মনের আকাশে
অন্য কোন তারার মেলা বসেছিলো বলে
চাইনা তোমার কবিতা হতে
স্নিগ্ধ জোত্স্নার মিষ্টি আলোয়
তোমার কবিতার প্রিয় কোন শব্দ করে নিও !!
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩১